কবিতা-পলাশ-দেবশ্রী চক্রবর্তী
পলাশ
দেবশ্রী চক্রবর্তী
পলাশ বনে 'আগুন',
আজ আমার মনে ফাগুন।
আমার কাজল কালো আঁখি-
আজ তোমায় বেঁধে রাখি,
কাল থাকি...... না থাকি।
যদি সময় দিলে ফাঁকি,
কিছু 'আগুন' রঙে গেঁথে
চলো মনে ধরে রাখি।
কত শত যুগের পরেও
পলাশ, অমনি রঙ্গীন তুমি
তোমায় বক্ষে নিয়ে আজও
বিভোর বঙ্গ ভূমি,
আমি বারে বারে আসি,
টানে আমায়,.......
মাটির ওই বাঁশি।
সেই লাল মাটি আর
কালো পাহাড়ের দেশে,
যেন ফিরতে পারি শেষে।
বেশ! রাঙা মাটির গন্ধ পেলাম।
ReplyDelete