"দুহাতে আবীর মেখে রাঙাবো মনের সুখে"
সম্পা দত্ত দে
কথায় আছে ফাগুন মাসে আগুন ধরা নেশা। প্রেমের রসকলি তে যেন যৌবন
জ্বালা। প্রেম তো আর বয়স মানে না। ছোট আর বড় সবার মাঝে ফাগুয়ার প্রেম। পথে প্রেম
আকাশে বাতাসে ভেসে আসে প্রেম।
আঠারোর তারুন্যের উচ্ছ্বাস আবীর গুলালে ষোড়শীর দুগালে রং মাখিয়ে
আহা কি সুখ।
এই একটা দিনের নেই কোনো বাধা নিষেধ। রং মাখানোর ছলে প্রেমিকার
আলিঙ্গনে জড়িয়ে ফাগুয়ার লাল নীল হলুদ সবুজ ভালোবাসা যেন দখিনা বাতাস দিয়ে যায়।
কবির গানে কবিতায় কতোই বাগ ফাগুয়ার কথা-
"আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
তোমার কথার ফুল তোমার গানের মালা গো........."
ফাগুন আর বসন্ত যেন প্রেমের কুঞ্জবন। রাধা কৃষ্ণের প্রেমলীলায়
নীধুবন রঙে রঙিন।
"ও শ্যাম যখন তখন খেলো না খেলা ওমন ধরলে আর তোমায় ছাড়বোনা........."
এদিকে রিংটোন যেন শ্যামের বাঁশরী
শ্যাম তখন রঙিন হয়ে রাই কিশোরীর সাথে সেল্ফি তুলতে ব্যস্ত।
সোস্যাল মিডিয়া তে হোলি উৎসব প্রেমিকা অভিমানী হলে প্রেমিকের
স্যাটাসে মানভঞ্জনের শব্দের কলি.........
সবমিলিয়ে জমে ক্ষীর এ মধুমাস এ বসন্ত এ ফাগুন আট থেকে আশি সবার
মনে বারবার ফিরে আসে প্রেম যে ফাগুয়ার নেশা। পলাশ শিমুল যখন আগুন ধরিয়ে দেয় ফুল
ফুলে, কৃষ্ণ চূড়া প্রেম খোঁজে রডোডেনড্রনের।
ষোড়শী ও আঠারো'রা তখন অবুঝ প্রেমের সম্পর্ক গড়ে মন আরও রঙিন করে
তোলে ......... ফাগুয়ার আবীর গুলার দুগালে মেখে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post