বসন্ত
বাহার
তারক কুমার দাস
তারক কুমার দাস
কৃষ্ণচূড়ার রঙ
যখন হাতছানি দেয়
মৃদুমন্দ দখিনা বাতাসকে
পাতার আড়ালে বসে
শিষ দিয়ে ওঠে কোকিল ।
লাজে রাঙা কৃষ্ণচূড়া।
ভোরের শিশিরবিন্দু
ফোঁটা ফোঁটা জল ফেলে
সবুজ ঘাসের গালিচায়।
নিলাজ ভ্রমর
গুন গুন করে প্রেম নিবেদন করে
ফুটন্ত ফুলের কানে কানে।
বসন্তের আবির নিয়ে হাজির
দোল পূর্ণিমার সাঁঝবেলা ।
দামাল যৌবন
হাত বাড়িয়ে ছুঁতে চায়
পূর্ণিমার চাঁদ।
ভরা যৌবনে
ছুটন্ত নদী আর দুরন্ত হাওয়া
পাল্লা দেয় এ ওর সাথে।
যেতে যেতে বলে যায়
বসন্ত এসেছে,
যত রঙ লুটে নাও
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFX2wsXK5-Uln3e-neSCcL8deRZxo46XG8ILcBUJg5XDzk9mES554T2DaKWcHsz_2NpFWUV7yYT0Umy2Hg78c0jwRYNTwPDrAGbEGmlcsC7ZXwiXNGKPN7R9pvf3brw5jD7iWqqGe7-rLH/s1600/clipart-flowers-and-butterflies-border-1.png)
No comments:
Post a Comment
Please put your comment here about this post