শেষ উপহার
সান্ত্বনা দাস
সান্ত্বনা দাস
সন্ধ্যাকালে আরতি পূজার শেষে
মালতী জ্বালাল সন্ধ্যা প্রদীপ
তুলসী মঞ্চে এসে।
দেবতার কাছে একখানি মালা
সন্ধ্যা প্রদীপ সাবধানে জ্বালা
এই নিবেদনে মালতী জানাত
ভক্তি ও ভাব তার।
দিন শেষে বধূ দেবতার কাছে
দিত তার উপহার।
সেদিন তখন উঠেছিল ঝড়
মেঘ গজরায় হাওয়া থরথর
তীব্র বাতাসে নিভু নিভু হয়ে
কাঁপল আলোক শিখা,
শ্বশ্রুমাতা ছুটিয়া আসিল
কলকল রবে কত কি কহিল
নির্বাক বধূ বুঝিতে পারিল
দুর্ভোগ আছে লেখা।
নতমুখে বধূ নীরবেতে যায়
রুদ্ধদ্বার কক্ষে
দুখিনী মালতী ভূমিতে লুটায়
জল ভরে যায় চক্ষে।
বোশেখ মাসের তীব্র দহনে
মালতীর গায়ে জ্বর ,
উঠান নিকানো কাপড় শুকানো
সব কাজ শেষে প্রদীপ দেখান
সাঁঝবেলা শেষে শঙ্খ বাজানো,
সব শেষ হলে আঁচল বিছাল
মালতী ভূমির পর।
মধ্যরাত্রে দমকা হাওয়ায়
পিলসুজ পড়ে মাটির দাওয়ায়,
শিখা নিবে গেছে বহুক্ষণ আগে
ছেঁড়া মালা পড়ে সম্মুখ ভাগে
ঘরের দাওয়াতে মালতী ঘুমায়ে
নয়নে অশ্রু তার।
শান্তির ঘুমে চিরতরে বধূ,
দীপ জ্বালাবেনা আর।
দেবতার ঘরে পাঠিয়েছে সে
No comments:
Post a Comment
Please put your comment here about this post