রঞ্জনার প্রতি
নিশীথ বরণ চৌধুরী
তোমাতে আবিষ্ট মন তৃষিত যৌবনে,
শোভন স্মৃতির বনানী হৃদয় বিথারে।
একাকী অবসরে বিম্বিত তোমার ছবি,
আজও দেখি স্বচ্ছ জলের স্তরে
বেলা শেষে নীল গগন ও তলে।
সময় টা অতীত এক অস্পষ্ট অতীত--
তোমার মনে পড়ে রঞ্জনা?
অপার ভাললাগায় মন, খুঁজে নিত
ক্ষণিক সান্নিধ্য তোমার।
প্রেমের অভীপ্সা লুকিয়ে তোমার পাশে
আনমনা এক যুবক যেন তৃষিত হৃদয়।
তুমি ছিলে কৈশোর হতে যৌবনে, কলেজ পালানো নিস্তব্ধ দুপুরে,মনের বিথারে, একান্ত আপনে,আমার প্রথম প্রেম।
সংশয়াতীত মনে ছিল অসম্পূর্ণ কবিতার ভিড়,
আমার কবিতা বেদনাহত বুকে
বলতে পারেনি তোমায় না বলা কিছু কথা।
আজ অকুতোভয়, বিদীর্ণ করি সব সংশয়,
জিজ্ঞাসার আস্তিন হতে বেরিয়ে, একবার শুধু বলো তো রঞ্জনা,
আমার নয়নে দেখনি কি কখনও?
তোমার বিম্বিত নয়ন যুগল।
No comments:
Post a Comment
Please put your comment here about this post