নিরুত্তর
শুভদীপ ঘোষ
কি ভীষণ নির্জন এই পুকুর ধার সাথে একটা সূর্য
রয়েছি শুধু বসে আমি আর তুমি,
সাথে আছে বাতাস আর সর্পিল স্নেহ
চলনা ওই জলে সিক্ত করি শুষ্ক মরুভূমি;
যদি তুমি বল হতে পারি নীর
তপ্ত বেলায় সাঁতরে নিতে পারি তোমায়,
একটু শ্বাস দিতে পারি বাঁচার
আস মিশে যাই দুজনে, মৃত্যু দাও আমায়;
তোমার ওই সৌরভময় চিকুর রাশি যখন
আছড়ে পড়বে বিদীর্ণ বক্ষে,
কি বিদ্যুৎ তাহার স্পর্শে যেন মাতাল সমীরণ
তখন শুধু স্বপ্ন দেখব মুদিত চক্ষে;
তবু কেমন করে ইহা ঘটে গেল
শরীরের ওই ক্ষিপ্ত সালোকসংশ্লেষে হারালে তুমি,
কোথায় জান ঘুরতে গেলে
দুর্বল শরীর আর শীর্ণ ফুসফুস নিয়ে রইলাম আমি;
দেখ কেমন মুখ মেলে তাকিয়ে রয়েছে রবি
জলে কেমন কলকল রব উঠেছে,
থেকে থেকে উষ্ণ বাতাস বয়ে চলেছে
মাতাল হৃদয় নেশাতে মেতে উঠেছে;
আসবে না তুমি?কখন ফিরবে?
তোমায় ওই ঝাঁঝাল সৌরভে জল মাতাব আমরা,
রূপসী পদপিষ্ট দিয়ে ভেঙে দেব শ্যাওলার ঘর
নোনানুভুতি ওষ্ঠে নিয়ে জলতলে ভিড়ব আমরা;
বেলা গড়িয়ে বিকেল তবু এখনো এলেনা
নতুন কোনো পুকুর পেলে বুঝি
সেখানে প্রভাত আলোক আছে বোধ হয়
আর এখানে শুধুই গোধূলি
বুঝি সব বুঝি!!
No comments:
Post a Comment
Please put your comment here about this post