অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Friday, August 30, 2019

কবিতা-ছেলেবেলা তখন ও এখন-কল্যানী মোহান্ত


ছেলেবেলা তখন এখন

কল্যানী মোহান্ত





ছেলেবেলা বলতো, এখন
কেমন আছিস তুই?
আর কি পড়িস?
ধারাপাতের দুই এক্কে দুই।

চু-কিত কিত, কানামাছি,
বিকেলটা রোজ হলে;
এখন তোর খেলাটাই  "গেম",
থাকে  মোবাইলে।

ঝড়ের শেষে ,আম কুড়িয়ে,
বৃষ্টি মেখে গায়-
ফিরতি ঘরে ,ভয়ে তখন,
দাদুর ইশারায়।

সন্ধ্যাবেলায় ঠাম্মি-দাদুর
রাজপুত্তুর-রাজকন্যে-
পালিয়ে গেছে "হোম ওয়ার্কের"
চোখ রাঙানির জন্যে।

দাদু-ঠাম্মা ,সবার সাথে
থাকতে এখন পারে?
বড্ড ভারি, আবর্জনা -
আছে কোথাও দুরে !

ফাস্টফুডেতেই রইলি মজে,
জানলি না তো আর-
নাড়ু, মোয়া, পিঠে, পায়েস,
স্বাদ টা কিযে তার।

এখন তো তোর একটুকু
সময় নেইকো হাতে।
স্কুল ছাড়াও হাজার রকম
ফন্দি ফিকির আছে।

বইয়ের ভারে ঘাড় ভেঙে যায়
প্রথম সবাই হবে !
পড়া ছাড়া অন্য কথা,
কেউ না যেন ভাবে!!

দুরন্ত এই গতির সাথে,
স্বপ্ন দেখিস আশার।
ছেলেবেলা তোর উপরে
আশীষ ঝরুক সবার।

 Back To Index

















1 comment:

  1. খুব সুন্দর লিখেছলিখেছো দিদি।
    -সৌরভ

    ReplyDelete

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান