শিখিয়ে দিও
সুরজিৎ বাগ
কলেজ ফেরত সেই ছেলেটা
ভীষণ জেদি,একরোখা ভাব,
বান্ধবীদের চিনতো না সে
একঘেয়ে সব কবিতা লেখা তার স্বভাব,
রঙ লাগেনি বসন্তে তার
নিকোটিনেই দিন কেটে যায় ,
অ্যাস্ট্রে জমা ঠোঁট দুটো তার
ঠোঁট ছোঁয়ানো ভীষণ দায়,
রদ্দুরে দিন ভাল্লাগে না
বৃষ্টি দিনেই খুব মানায় ,
ঝাঁকড়া চুলে ঠিক ঝোড়ো কাক
চোখের কোণে কান্না জমায়
তাই তো বলি মেয়ে তুমি
একটু সময় তাকে দিও,
প্রেমে পড়ার সহজ উপায়
তুমিই তাকে শিখিয়ে দিও ,
No comments:
Post a Comment
Please put your comment here about this post