নিম্নগামী হিমোগ্লোবিন
কৃষ্ণা সাহা
ওদের স্পর্শ করে না
ওদের কোন উচ্চাভিলাসী
মন নেই
আছে শুধু জীবনের
সং--গ্রা---ম
দু-মুঠো ধোঁয়া ওঠা মোটা
চালের ভাত
গর্ত বোজাবার নিরন্তর চেষ্টা
ভালোবাসার যত্ন পেলে
ওদের মন সহজেই বিগলিত
আশার চূড়া ছুঁতে চেয়ে
বিভ্রান্ত হয় আজীবন
রাজনীতির মোহরায় কিস্তি মাত
নিয়মমাফিক
ওদের চোখে অলীক স্বপ্ন আসেনা
ওদের ঘরনীরা মানসী হয় না
চাই শুধু গরম ফ্যানের গন্ধ
রাক্ষুসে গর্ত বোজাবার ঐকান্তিক চেষ্টা
দু-মুঠো ভাতের খোঁজে হণ্যে
হিমোগ্লোবিনের শতাংশ ক্রমশ
নিম্নগামী।
ক্ষুধার পরিক্রমা অবসানে
ক্লান্ত শরীরটা
চায় একটু তৃপ্তি, ক্ষুধা নিবারণ
অপাপবিদ্ধ মন, হারিয়ে যায়
প্রতিদিন ঊষার সাথে।
ভালো লাগলো গো।
ReplyDelete-সৌরভ