গাছটা
মৌসুমী চৌধুরী
বার
বার ঝকড়া গাছটা
আমায়
দেয় ক্লোরোফিল আশ্রয়।
বুলিয়ে
দেয় নক্সীকাঁথা আদর,
দেয়
নির্ভরতার শীতল ছায়া।
কখনও
বা পাঁজর জুড়ে ঝড়, সুনামী।
মনের
দেওয়াল জুড়ে এঁকে দেয় ক্ষতও।
পটভূমিতে
সেজে ওঠে গল্পেরা,
শীতের
হেলানো রোদ্দুরের মতো
দীর্ঘায়িত
হয় চুপ-কথারা।
সত্তার
ভেতরে দুলে ওঠে এক মিহি অসুখ...
শিরশিরে
বাতাস আর শীতের জড়তায়
গাছটার
হলুদ হয়ে আসা পাতা,
সহসা
ঝাপটায় তার নুয়ে পড়া ডাল
বড়
বিপন্ন করে আমায়।
বুকচাপা
কান্না ধিকি ধিকি জ্বলতে থাকে...
গাছটা
হঠাৎ বাবা হয়ে ওঠে...
বাহ্ গাছ কখন যে বাবা হয়ে যায় সত্যিই। সুন্দর।
ReplyDelete-সৌরভ