বিষ
আজাহারুল ইসলাম
দেখি কত বিষ জমা আছে,
তোর ওই মগজের কোষে,
কতখানি পাড় হয় মাথা,
ধর্মীয় ভেজালের দোষে,
কতকিছু বাকি আছে পড়া,
পেন ওঠে লিঙ্গের মতো,
খসে পড়ে এক একটা ব্যথা,
যতবার কালি হয় নত,
পবিত্র কুরআনের কাছে,
বাইবেল প্রশ্ন করে,
মুহাম্মদ যীশুকে নিয়ে,
গলা ধরে শুয়ে আছে ঘরে,
আমরাও গলা ধরি ঈদে,
বড়দিন কিংবা পুজোতে,
জানি তবু কেটে দিবি মাথা,
জিহাদীরা বাঁচে। মুন্ডুতে।
হিংসা দ্বেষের বিরুদ্ধে সমন্বয়ের কবিতা। ভালো।
ReplyDelete-সৌরভ।