ভালো ভাষা vs ভালোবাস
ঊর্মিমালা মজুমদার
ভালো ভাষা-তুই এ্যরিসট্রকেট,রঙচঙে গ্ল্যামারাস।
ভালোবাসাটা বড্ড বোকা, একগুঁয়ে থার্ডক্লাস।
ভালো ভাষা-তোর বোলচাল বেশ, চলনবলন খাসা,
বোকা ভালোবাসা, তোকে ভালোবেসে বাঁধে স্বপ্নের বাসা।
ভালো ভাষা- তোর কথার মোড়কে,মন ভোলানোর সুর,
ভালোবাসা সেই মহীনি সুরে,হারালো কোন সুদূর!
ভালো ভাষা- তোর মিঠেল ভাষার খোলস খানা ছেড়ে,
ক্ষতি কি,যদি ভালোবাসাকে গাঁথিস অন্তরে?
ভেজাল মেখে, ভেজাল শুনেই বাড়ছে ক্ষুদের দল,
কৃত্রিমতা খানিক ভুলে, আয়না মিলি চল।
No comments:
Post a Comment
Please put your comment here about this post