সবুজের প্রশ্নে
হরিৎ বন্দ্যোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়ের
কবিতার ভেতর
একটুকরো চিঠি .........।" কাল এসো । "
বিছানার এককোণে আছে পড়ে
কখন সে এল, কোন পথ দিয়ে গেল চলে
একজনও তা জানে না
ব্রিজের মাথায়
দাঁড়িয়ে থাকি
চারপাশ শুধু হলুদ আর
হলুদ
কে এসে দাঁড়াবে এখানে, কোন ভরসায় ?
কে দেবে তাকে সাহস পথ
চলার ?
তাকিয়ে থাকি পথের দিকে
আসে কে? দেখি চলে যায় সবাই
কে আসে এখানে ? কোন ভরসায় ?
তবু দাঁড়াই, দাঁড়িয়ে থাকি
ভরসার পালে দিতে হাওয়া
একটুকরো সবুজও চোখে পড়ে
না
সে এসে দাঁড়াবে কোথায় ?
কোথায় এসে রাখবে নিজেকে
?
কোন মুখে দাঁড়িয়ে থাকি,
সবুজের প্রশ্নে কী উত্তর
হবে ?
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
|Special Puja Issue,2019 | September-October, 2019 |
| Third Year Third Issue |20Th Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post