তখন শরৎ
সান্ত্বনা দাস
Picture Courtesy: Google Image Gallery |
ছোট্ট কাকলি
হাত ধরল ছোট্ট সুকান্তের
শরতের আকাশে
ঝকঝকে রোদ্দুর
মা আসছেন,
আভাস চারিদিকে তার।
দুটি বালক বালিকা ছুট লাগাল
কাশবনের সীমানা ছুঁয়ে
যেখানে নিস্তরঙ্গ পুকুরটা ,
ধারে ধারে
ফুলগাছগুলো পড়েছে নুয়ে
পুকুরকে ছোঁবে বলে, সেইখানে।
আঁজলা করে পুকুরের জল
ছুঁড়ে দেয় দু'জনে
ভাসন্ত হাঁসগুলোর দিকে।
হাঁসের পাখায় জল থাকে না
ছেলেমেয়ে দু'টো
বোঝে না
খিলখিল করে হাসে
আর দৌড়ে গিয়ে
প্রজাপতি ধরে ঘাসে।
পূজোর ঢাক শোনা যায় দূর থেকে।
কয়েকটা শরৎ এল আর গেল
বালক বালিকা বড় হল
স্কুল কলেজে দু'জনেই
মেধাবী বলে বিশেষ স্থান পেল।
কাকলীর বাবা ধনী
সুকান্তের বাবা সাধারণ মধ্যবিত্ত
অতিরিক্ত ব্যয়ে অসমর্থ
অতএব পথ হল আলাদা।
সুকান্ত শিক্ষকতা বেছে নিল
কাকলী করল বিদেশ যাত্রা।
ওদের একে অন্যকে ঘিরে
অনেক স্বপ্ন
ভঙ্গুর কাঁচের মতো
ঝুর ঝুর করে ভেঙ্গে পড়ল
বাস্তবের কঠিন ভূমিতলে
ভাঙ্গা গড়ার খেলা
শেষ হল গোপন অশ্রুজলে।
খবর এল বিয়ে হয়েছে কাকলীর
কোন ব্যবসায়ী না ডাক্তার
পুরো পরিচয় জানা নেই তার
সাধারণ শিক্ষক সুকান্তের।
পূজো এল
এই শরতে কাকলী বাড়ি এল।
সঙ্গে স্বামী আর কন্যা
একরত্তি মেয়ে দুরন্ত বড়।
সেই পুকুর পাড়
ছোট্ট মেয়ে ছুট লাগাল
কাশবন পেরিয়ে পূব দিকের
মাঠ বরাবর,
মা ছুটল সাথে
দুরন্ত মেয়ে
মা নাগাল পায় না হাতে ।
হঠাৎ পা পিছলে
কাকলি পড়ল পাথরে
রক্তের স্রোত
মাথা থেকে পড়ল গড়িয়ে
ভিজল পথের ধুলো
লাল হয়ে গেল
গোধুলির আলো।
ডাক্তার বলল
অনেক রক্ত লাগবে
বিরল প্রজাতির রক্ত
মিলছে না কোথাও
সুকান্ত জানত
একই প্রজাতির রক্ত তারও
ডাক্তারকে বলল
'আমি দিতে পারি
যদি মিলে যায় রক্তের প্রজাতি। '
কাকলি আর সুকান্ত
দু'টি শয্যা পাশাপাশি
একজন দাতা
একজন গ্রহীতা
শরতের আকাশে তখন
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ
উড়ন্ত পাখির ঝাঁক
বাতাস বইছে মন্দ মন্দ
মা আসছেন
চারিদিকে মিষ্টি শিউলির গন্ধ।
।। সমাপ্ত ।।
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
|Special Puja Issue,2019 | September-October, 2019 |
| Third Year Third Issue |20Th Edition|
যদিও আমি কবিতার সঠিক সংজ্ঞা জানি না। বুঝিও না তেমন। তবুও কবিতা যেটুকু পড়েছি বোঝার চেষ্টা করেছি তার বিচারে বলছি। এই লেখাকে আমার একদমই কবিতা মনে হলো না। আপনি এই ঘটনা নিয়েই গল্প লিখলে হয়তো দারুন কিছু লিখতেন। এটাকে গল্প মনে হলো। জানিনা কি দেখে প্রকাশক এটিকে কবিতার তালিকায় রেখেছেন। তবে আমি আপনার গল্প পড়তে চাই। আপনি অলীকপাতা গ্রুপে গল্প দেবেন প্লিস আমি পড়বো। আশাকরি আমার কিছু ভুলভাল মন্তব্যকে নিজ গুনে ক্ষমা করবেন।
ReplyDelete-সৌরভ
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, লেখাটি একটি গদ্য কবিতা হিসেবে বিচার্য্য। এইভাবেই সাথে থাকতে অনুরোধ করি। ধন্যবাদ
ReplyDeleteHi thankss for posting this
ReplyDelete