সম্মোহনী মুখোশ
সম্পা দত্ত দে
Image Courtesy: Google Image Gallery |
অগোছালো এক অস্থির সময়,
সময়োপযোগী মুখোশগুলো গুছিয়ে রাখি ।
বাম অলিন্দের রক্তাক্ত মোড়কে।
সময় ফুরিয়ে যায় কথা'রা
অট্টহাসিতে ফেটে পড়ে।
আমি অরণ্য ছুঁয়ে ছুঁয়ে আস্ত দুপুর বুনি।
বহুরুপী মুখোশটা খুলে হাতে নিয়ে,
গভীর জঙ্গলে ঢুকে পড়ি
গাছেদের ফিসফিস কথা প্রতিধ্বনিত হচ্ছে
জারুল কৃষ্ণচূড়া'র
সহবাস চিহ্নদাগ মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করে।
শত আলোকবর্ষ দূরে কোনো আলোকবর্তিকা'র দিকে হেঁটে চলি সম্মোহিত আমি একা।
দিগন্ত রেখায় সূর্যাস্তের পর সন্ধ্যে নামলে,
মুখোশ ভীষণ ভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে।
করাতকলে ঠিকরে পড়ছে নক্ষত্রপুঞ্জের গলিত লাভা।
মুখ আর মুখোশের অন্তর্দ্বন্দ্বে,মুখোশেরা রণক্লান্ত।
নিজের ছায়ামূর্তি জলছবি হয়ে একপেশে পূর্ণ অবয়ব ধারণ করে।
আমি আরো একবার অন্য এক মুখোশ পরে ভয়ঙ্কর হয়ে উঠি।
।। সমাপ্ত ।।
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
|Special Puja Issue,2019 | September-October, 2019 |
| Third Year Third Issue |20Th Edition|
মুখ ও মুখোশের অন্তর্দ্বন্দ্ব ����
ReplyDeleteকবিতায় প্রকৃতিকে জড়িয়ে রেখেও মানুষের যে বহুরুপীত্ব ফুটিয়ে তোলা হয়েছে তা মুগ্ধ করলো।
-সৌরভ