ইচ্ছে পূরণ
সিলভিয়া ঘোষ
Photograph: Silvia Ghosh:: Editing: Swarup Chakraborty |
রথযাত্রার দিন বাগ বাজার, শোভাবাজার, আহিরীটোলার গঙ্গার ঘাটে শ'য়ে শ'য়ে লোকের ভীড় হয়। তাদের মধ্যে কুমারটুলির মৃৎ শিল্পীর সংখ্যাই বেশি হওয়া
সত্ত্বেও মফঃস্বলের মৃৎ শিল্পীরাও ঐ দিন
গঙ্গার ঘাটে ভীড় করেন না এমন নয়। তেমনই
গঙ্গারামপুরের মতো শহরতলীর একদল
মৃৎশিল্পী ঐ দিন যান ভোর ভোর স্নান করে গঙ্গা মাটি সংগ্রহ করে আনতে। কাঠামোতে মাটি পড়বে, শুরু হবে প্রতিমা গড়ার কাজ। মাস তিনেক লাগে স্থানীয়
বারোয়ারী ঠাকুর তৈরী করতে। এ
চত্বরে কুঞ্জ পালের নাম ডাকই বেশি। তবে, কানাই, মদন, কার্তিক পালের ও যে নাম নেই তা নয়, তবে
হাতের সূক্ষ্ম কাজের জন্য
কুঞ্জ পালেরই সেরা। এ বছর তিন তিনটে বারোয়ারী পুজোর বায়না নিয়েছে সে। তিনমাসের মধ্যে তা শেষ করতে
হবে। মালা, অবশ্য হাত লাগাতে চায় এ কাজে, কারণ ছোটবেলায়
কুমারটুলিতে বাপ, দাদাদের
সাথে পাল্লা দিয়ে সে নিজেও কত মা দুগ্গার ছোট ছোট
পুতুল গড়েছে, চোখ এঁকেছে, শাড়ী
পরিয়েছে। সে সব দিন কবে চুকেবুকে গেছে
তার। আজ সে মাটি দিয়ে নতুন নতুন পুতুল
গড়ে যা
দূর থেকে চেয়ে চেয়ে মনে মনে তারিফ
করতে থাকে , তা বলে মেয় মান্সের হাতে মা দুগ্গা সাজবে!
বারোয়ারী পূজার পল্টু দেখতে আসে প্রতিমা কতদূর তৈরী হয়ে ছে... সে তো পুরো
অবাক। এবারের পুজোতে
তারাই পাচ্ছে শারদীয়ার সেরা পুরষ্কার। যখন সে দেখে এবং শোনে হঠাৎ করেই কুঞ্জ পাল
স্ট্রোক হয়ে মারা গেছেন। তার জায়গায় মালা পাল অনেক কুসংস্কার, অনেক বাঁধা পেরিয়ে হাতে তুলে নিয়েছেন রঙ, তুলি, স্প্রে, ড্রায়ার। স্বামীর দেওয়া
কথা রাখতেই মূলতঃ তিনি এ কাজে নামেন। বাকী রইলো তার অনেকদিনের ইচ্ছা যা পূরণ করতে মন প্রাণ ঢেলে দিয়েছেন, তবেই না তার ইচ্ছে পূরণ
হবে!
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
|Special Puja Issue,2019 | September-October, 2019 |
| Third Year Third Issue |20Th Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post