সৌহার্দ্য
তৃপ্তি মিত্র
Image Courtesy: Google Image Gallery |
আমাদের অন্তরদর্শন বলে
আমরা মনুষেরা ভীষণ স্বার্থপর ৷ আমরা কেবল নিজেকে নিয়েই মগ্ন ৷ অন্যের ভালো ,মন্দ নিয়ে খুব একটা চিন্তিত্ব নই ৷ বরং নিজের লাভ ও ক্ষতির
হিসেব করি ৷ এই আত্মকেন্দ্রিকতা বর্জন করা উচিত ৷
আবার সঙ্ঘপ্রিয়তা
মানুষের স্বভাবজাত ৷ কোন মানুষই একাকি থাকতে পারে না ৷ তেমনি মানসিক বৈচিত্রের
অন্ত নেই৷ প্রতি মানুষ প্রতি মানুষের থেকে
আলাদা ৷ তার ইচ্ছা,রুচি,আদর্শ একজনের সঙ্গে আর এক জনের মেলে না ৷ দুজন ব্যাক্তি একই
পথের পথিক নয় ৷ অর্থাৎ মানসিক বৈচিত্রের অন্ত নেই ৷ তবে এই বৈচিত্রের মধ্যে ঐক্য
সঞ্চার করতে পারলেই বন্ধুত্ব ৷
বন্ধুত্বের সৌরভে
মানুষের জীবন অনন্ত গুণ সুন্দর হয়ে ওঠে ৷ তবে এই বন্ধুত্ব একতরফা গড়ে ওঠে না ৷
যেখানে যথার্থ বন্ধুত্ব গড়ে ওঠে সেখানে কোন ছল চাতুরী চলে না ৷ বন্ধুত্ব হল সুক্ষ
কোমল একটি বস্তুর মতো যাকে অনান্য ভঙ্গুর বস্তুর মতো আগলে রাখতে হয় ৷ সুন্দর কথা, প্রাঞ্জল হাসি এবং আন্তরিক ব্যাবহারের অসম্ভব ক্ষমতা ৷ বিশ্বস্ততা ও সততা ছাড়া ও বন্ধুত্ব হয় না ৷
বন্ধুত্বে ভালোবাসার পাশাপাশি আন্তরিক হওয়াটাও জরুরি ৷ প্রকৃত বন্ধুত্ব সেখানেই
অটুট থাকে যেখানে কোনরকম ছল চাতুরীর স্থান নেই ৷ বন্ধু নির্বাচন করতে হবে তাদের
মস্তিস্ক ও চরিত্র বিচার করে ৷ তুমি নিজেই দৃষ্টান্ত হয়ে উঠতে পারো তেমন একজন
বন্ধু হতে ৷
।। সমাপ্ত ।।
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
|Special Puja Issue,2019 | September-October, 2019 |
| Third Year Third Issue |20Th Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post