শীত সকালের কাব্য
বেলা দে
Image Courtesy: Google Image Gallery |
শীত সকালের কাব্যে
এখন জলকুয়াশা মাখা,
মখমলি চাদরে ভালবাসা রং
ভেজা ঘাসে সরীসৃপ
কামুকতা,
নরম বিছানায় এলিয়ে লাজুক
লাজুক
আদর মাখছি গায়,
চুমুক চুমুক চা পেয়ালায়
মাতাল গন্ধ-
- আঙুল ছুঁয়ে নামায়
শিশির ঝরা শব্দবন্ধ।
পরিযায়ী পাখায় শীত সংবাদ
মেখে
হেমন্ত বিকেল নামে শীত
কুড়াতে।
| Aleekpatamagazine.blogspot.in |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
| Winter Issue,2010 | January 2020 |
| Third Year Fourth Issue |21st Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post