অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, February 19, 2020

অণুগল্প-বিকেলের বকুলস্মৃতি-সঞ্জীব সেন


বিকেলের বকুলস্মৃতি 

সঞ্জীব সেন


Image Courtesy: Google Image Gallery



    শেষ বিকেলের আলো এসে  পড়েছে ব্যালকনিতে, সুগত এসে দাঁড়িয়েছে,চারিদিকে ফ্লাট বাড়ির ভীড়,ছেলে বৌমা বেড়াতে গেছে,মালবিকা ঘরে একা ,তাই ঘরে রয়েছে,না হলে সুগত এইসময় ঘরে থাকে না,
পড়ন্ত বিকেলের আলো এখনো কিছুটা ধারন করে আছে তোমার  উতুঙ্গ ব্যলকনি,
আমি সেই খানে যেতে চাই আবার,
তোমার কুঞ্চিত ঠোঁটের স্পর্শে  মঙ্গল শঙ্খ   বেজে ওঠে যদি,”

    মালবিকা বলে ওঠে আদিখ্যেতা,এখনো আলো দেখছো,তাও আবার উতুঙ্গ ব্যলকনিতে নাও, অনেক হয়েছে চা নাও,

    সুগত মুচকি হেসে আমি কি  খারাপ কিছু বললাম,মনে আছে, মালবিকা তোমার ,তোমার সঙ্গে প্রথম পরিচয় ছাত্র রাজনীতি করার সময়, তুমি তখন গননাট্য আন্দোলনের সঙ্গে ওতপ্রোতও ভাবে জড়িত।, বেশ কিছু সফল পথ নাটিকায় মানুষের দৃষ্টি আকর্ষণ করেছো, প্রথম  মঞ্চে আবির্ভাব  “শ্বেত গোলাপ” এক ত্রিকোন  প্রেমের গল্পতোমার  অবিচল অভিনয় শুধু আমার নয় , সবার নজর  কেড়েছিল,  তখনও তোমার সঙ্গে  সেভাবে আলাপ হয়নি, কিছু দিন পর জানতে পারলাম তুমি অতিনের সম্পর্কে  মাসতুতো বোন, ওর সাহায্যেই তোমার সঙ্গে আলাপ ।    সেবার    পার্টির কাজে পুরুলিয়া গেছিলাম, অতিনও  গেছিল তোমার যাওয়ার কথা ছিল না। তুমি গেছিলে পরের দিন,আদিবাসী জীবনের উপর  কিছু ডকুমেন্ট জোগাড় করতে, আর অতিনও বলল এ ব্যাপারে আমার বন্ধুটি সাহায্য করতে পারবে ।

    কিরে সুগত করবি তো আমার বোনকে সাহায্য ?
আমি লাজুক ভাবেই বলেছিলাম  ঠিক আছে করব।

    সেইদিনিই প্রথম বার কাছ থেকে দেখেছিলাম ।তখন আমার সারাক্ষণের সঙ্গী বুদ্ধদেব বসুর অনুবাদ কবিতা আর সুনীল গাঙ্গুলির কবিতা তো ছিলই আর সবচেয়ে  ভাললাগা যে বই  সাহস বাড়িয়ে তুলেছিল যুবক হিসাবে, সেই বুদ্ধদেব গুহর   “হলুদ বসন্ত "  তবুও বলতে পারিনি আমি কোনদিন ।
মালবিকা হেসে বলে আজ তোমার কি হয়েছে বলতো ?

    সুগত বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলে আজ, আজ আমায় অতীতে পেয়েছে!জানো,এভাবেও ছুঁয়ে থাকা যায়,যেভাবে বৃক্ষ তার শীর্ণ পত্রের কাছে যেতে চায়।মনে আছে তোমার, লিটল ম্যাগাজিনের সেই গল্প টা তোমাকে নিয়ে লিখেছিলাম । সেখানেও নায়ক শেষ পর্যন্ত বলতে পারিনি ভালবাসি তোমায় । হয়ত, এটাই ছিল আমার ট্রাম্পকার্ড,তুমিই ডেকে বলেছিলে আচ্ছা সুগত তোমার মনে হয়  না নায়ক  আজীবন মনের ভিতর না বলা কথা বয়ে বেরাবে,আর অলক্ষে  অনুশোচনা করবে জীবন ভোর ,আচ্ছা,ওদের কে মিলিয়ে দেওয়া যায় না, এর পরের গল্পে   কিন্তু তাই করবে, আমি বলেছিলাম কিভাবে?

    তুমি হেসে বলেছিলে সত্যিই, এতদিন বুদ্ধদেব বাবুর উপন্যাসে কি পড়লে বলতো ।নাও,অনেক হয়েছে অতীত বন্দনা ।জানো তো,আমার মা বলতেন,সুতো হাতে থাকলেও ঘুড়ি কখনো সখনো ফিরে আসে না ,আর তো সময় ।
সুগত আকাশের দিকে চেয়ে থাকল ,দেখল সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ,বাবুই পাখির বাসার মত ফ্লাটবাড়ির সব আলোগুলো জ্বলে উঠেছে ।


| Aleekpatamagazine.blogspot.in |
  | Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
|a DISHA-The Dreamer Initiative |
| Winter Issue,2010 | January 2020 |
| Third Year Fourth Issue |21st Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |


   Back To Index- সূচিপত্র


















No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান