উনুন
সন্ধে নামছে আকাশছোঁয়া বহুতলের মাথায়,
অন্ধকারকে চুর চুর করে
নিয়ন নেকলেসে সেজে উঠছে কল্লোলিনী।
নিশ্চুপ কুচকুচে কালো ময়ালের শরীরে
ঠিকরে পড়ছে বিষন্ন নাগরিক আলো।
শ্রাবণের মধুগুলগুলি বৃষ্টি গায়ে মেখে
পণ্য হয়ে উঠছে মেয়েটি,
শ্রাবণ শরীর ধুয়ে দিচ্ছে খিদে, শিষ দিচ্ছে মেঘ-মল্লার,
ছাতায় আছড়ে পড়ছে রুদালি বৃষ্টি,
বাতিস্তম্ভের নিচে উদাস দাঁড়িয়ে আছে মেয়েটি!
বিউটি পার্লারের চাকরিটা কেড়েছে অতিমারী,
ঘরে পাঁচ পাঁচটা হাঁ-মুখ উনুন -
দূরে একটা মাতাল বাঁশি কেঁদে কেঁদে চলে,
পুড়ে যায় প্রজাপতি ডানা
-সুস্বাদু মাংসের সম্ভার!
সমাপ্ত
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Monsoon Issue,2020 | July-September 2020 |রিমঝিম সংখ্যা।
| Third Year Sixth Issue |23 rd Edition|
আসাধারন
ReplyDeleteঅনবদ্য
ReplyDelete