আজ সকালে
সুধাংশু চক্রবর্তী
Photography By: Swarup Chakraborty |
ভোরের আকাশ বুকে নিয়ে
হালকা মেঘের সারি
সেজেছে আজ ইচ্ছে মতো
লাগছে ভালো ভারী ।
একটা কালো পানকৌড়ি
ডুবে ডুবে মাছ খাচ্ছে
ধরি
পেটটি ভরে মাছ খেয়ে সে
যাবেই ফিরে বাড়ি ।
তালগাছের পাতায় পাতায়
বাবুই পাখির বাসা
বাতাস লেগে আপন মনে
দুলছে কেমন খাসা ।
বুনছে বাসা বাবুইপাখী
শিল্পকলা টানছে আঁখি
জোনাক ধরে জ্বালবে আলো
মনের সুপ্ত আশা ।
গুটিকতক প্রজাপতি, ওদের রঙ্গীন ডানা মেলে
উড়ছে বসছে খাচ্ছে মধু
গাছের ফুলে ফুলে ।
ভোমরা এবং মৌমাছিতে
মেতেছে আজ নৃত্যগীতে
মাখছে গায়ে ফুলের রেণু
ভাবনা চিন্তা ভুলে ।
টুনটুনিতে টুনটুনালো, চড়ুই করে কিচিরমিচির
দোয়েল ফিঙ্গে জুটে এসে
করলো সেথায় ভিড় ।
পাখপাখালির কলতানে
ভোরের আকাশ গানে গানে
ভরেছে দেখে খোকন সোনার
মন থাকে না স্থির ।
সমাপ্ত
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA-The Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Monsoon Issue,2020 | July-September 2020 |রিমঝিম সংখ্যা।
| Third Year Sixth Issue |23 rd Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post