হিন্দীভাষী
অঞ্জলি দে নন্দী- মম
বিন্দি পরে
বিন্দা বুয়া
চলল ঐ লিলুয়া,
ভিন্ডি ভরা ব্যাগ কাঁধে।
হিন্দী ছাড়া সে বাত না করে।
বাঁ হাতে সে রাঁধে
দেশী ঘিয়ের হালুয়া।
চুলও বাঁধে
ওই হাতে।
ছাড়ায় আবার কাঁঠাল কুয়া।
ক্রিকেটে ইন্ডিয়া হেরে গেলে বেদম কাঁদে।
কিছুই খায় না সে সেই রাতে।
আর যদি জেতে ইন্ডিয়া,
টগবগিয়ে ফোটে তার হিয়া।
সবাইকে ডেকে খাওয়ায় ও পানতুয়া।
বিন্দা বুয়া
গভীর রাতে
কখনও হুইসেল বাজিয়ে তাড়ায় যত চুহা।
তার অঙ্গনে আছে এক গভীর কুয়া।
জল তুলে তার থেকে সে করে
গভীর রাতে
কখন কখন কখন ধুয়ি ধুয়া।
সেই সময় মজা সে করে,
শেয়ালের মত ডাকে -
হুক্কা হুয়া! হুক্কা হুয়া! হুক্কা হুয়া! .....
সব তারারা অবাক হয়ে দেখে তাকে।
বিন্দা বুয়া
বাজারে বেচে সাদা কাকাতুয়া,
আর আদ্দির ফতুয়া।
ও তো চির একা সংসারে।
বয়স - বছর - ষাট-সাড়ে;
আইস্তা আইস্তা আইস্তা করে
তাই সে তার সব কাজ সারে।
বিন্দা বুয়া
সে তো বেজায় বিন্দাস।
তার বাস-
হুগলীর পাণ্ডুয়া।
লোকাল ট্রেনে ও ঘোরে।
পায়ে নাগরাই পড়ে।
কখনও বা হুগলী নদীতে ভাসে
স্টিমারে চড়ে।
বেঙ্গলকে ও বড় ভালোবাসে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post