পিতৃতর্পণ
অনির্বাণ জানা
দুহাত দিয়ে আকাশ ছিঁড়ে ফেলি
বাবা, তুমি অনেকটা শূণ্যতা
আগুন, কাঠ দুজন ছুঁয়ে বলে-
"মিলিয়ে গেলে তবে তো পূর্ণতা"।
আমার কাছে স্মৃতির ছাইয়ের স্তুপ
নদীর জলে ভাসলো অভিমান-
সৃষ্টি দেখে স্রষ্টা অবহেলায়
ভেসে চলে, সেটাই প্রতিদান।
আজন্ম মোর হাঁটতে থাকা পথে,
ক্রিকেট ব্যাট কিংবা ঘুড়ির সুতো-
চাকরি পাওয়া অথবা সংঘাতে,
পূজোয় পাওয়া নতুন জামা-জুতোয়।
বাবা, তুমি শব্দে নির্ভরতা,
তোমার ছায়া নিজস্ব আশ্রয়।
আগুন ছুঁয়ে মিলিয়ে গেলেই শেষ?
এতোই সহজ, তাই কখনো হয়?
হাঁটতে থাকি ছায়াপথের পথে-
তোমার সাথে আলোকবর্ষ দূরে,
মনের ভেতর অলীক জীয়নকাঠি
লুকিয়ে আছে স্মৃতির সমুদ্দুরে।
অনেক জীবন, তুমিই পিতা আমার-
চক্র ঘোরে পিতা ও পুত্রের,
স্বর্গ তুমি, ধর্ম তুমি পরম তপস্যার-
মৃত্যু দাঁড়ি বসায় মিথ্যের।
তবু কেন তোমায় খুঁজে ফিরি?
চোখের জলে অচেনা তর্পণ-
হারিয়ে গেছো? সত্যি হারিয়ে গেলে!
কালের জলে অমোঘ বিসর্জন।
No comments:
Post a Comment
Please put your comment here about this post