কিতনে বাজু! কিতনে শির!
সৌরচক্র
কিতনে বাজু! কিতনে শির! শুনলে মনে হয়
যেনো শত্রু পক্ষের গুরুত্ব গণনা চলছে প্রবল বিস্ময়ে। যেনো যুদ্ধ হবে। যদিও এখানে বিষয়'টা
অন্যরকম, তবে অনেকটা তাই। বোধন থেকে দশেরা যুদ্ধ জয়ের শৈল্পিক উদযাপন তো বটেই। এক
"দশ" (দশভূজা) এর বিজয় উৎসব, আর অন্য "দশ" (দশানন) এর নিধন উৎসব।
তবে একটা সময় বিস্ময়টাই শুধু ছিল।
কারণ যুদ্ধ কি তা জানা ছিলনা। জ্ঞান হওয়ার
পর প্রথম দুর্গা আর রাবণ'কে দেখলে প্রথম যে বিস্ময়'টা শিশু মনে জাগতো, সেটা অবশ্যই
সংখ্যা'র বিস্ময়। "ও বাবা, কতগুলো হাত!
কতগুলো মাথা!"
এখন সময় অনেক বদলেছে। এখন যুদ্ধ, বিস্ময়
সবই অনুভূত হয়। তবে তাতে কোনও পৌরাণিক কাহিনী নেই। আছে আধুনিক বাস্তব। এখন, অনেক যুদ্ধ
করেও যখন ভিড় ঠেলে দুর্গা পুজোর মণ্ডপে বা দশেরার প্রাঙ্গণে প্রবেশের ব্যর্থতা নিয়ে
অনেক দূর থেকে দাঁড়িয়ে দেখি হাজার হাজার মানুষের মাথা আর সবার দু'হাত তুলে মোবাইলে
ছবি তোলার ব্যস্ততা, তখনও ঠিক একই রকম বিস্ময়ে মাতৃভাষা ভুলে গিয়ে অস্ফুটে বলে ফেলি
"উরিব্বাস, কিতনে বাজু! কিতনে শির!"
No comments:
Post a Comment
Please put your comment here about this post