কবিতা পাঁচেক
দেবাশিস তেওয়ারি
১ নিস্পন্দতা ঢের ভালো
নিস্পন্দতা ঢের ভালো, ঢের
বুকে জ্বালিয়েছি আলো
আলোরা মজ্জমান তাই ওরা এত জমকালো
আলোর গড়ন থেকে উড়ে আসা কোনও ঢেউ
ভেঙে দেয় বিবেকের সেতু
কেন এত উন্মাদনা, কেন এত
টেনশন
জানা যায় না
কেন ?
কোন হেতু ?
২ কচুরিপানা বিষয়ক
মিচেল নামক এক সাহেবের বইয়ে
পাওয়া গেছে
বর্তমানের এ কচুরিপানা
সম্পর্কিত কিছু-কিছু কথা।
দক্ষিণ আমেরিকার আমাজন থেকে যা
এ-ভারতে আসে
শোনা যায় কোনও এক মেম
কচুরিপানায় মুগ্ধ হয়ে
তাকে নাকি এ-দেশে আনেন।
তাহলে মেমের পূর্বে এ-বঙ্গে কি
পানাই ছিল না?
আসলে অসম্ভব বংশবৃদ্ধিপ্রবণ এই পানা
সমুদ্রপথের দ্বারা দেশে ও বিদেশে
ছত্রাকারে ছড়িয়ে পড়েছে
এক মহাদেশ থেকে অন্য মহাদেশে
জাহাজের তলদেশে আটকে থাকা পানা
ছড়িয়ে পড়েছে।
সংস্কৃতে প্রাপ্ত বারিপর্ণী-কুতৃণ-পৃশ্নিকা-কুম্ভিকা
প্রভৃতি
এই শব্দগুলি
কচুরিপানাকেই বোঝায়।
বারিপর্ণী নামধারী ভেষজ ওষধি
বহু শতাব্দীর একটি গুণ
তাহলে পরিষ্কার এই
ইংরেজদের আগে মোগল আমলে
এই পানা বর্তমান ছিল
ভারতেই।
৩ রমণী খুঁজে চলে
পাখিটি হাতে নেই, কী আছে লোম
বিশ্রী গল্পের আঠালো ওম
জমা তো বুকে আছে...হৃদমাঝার
হৃদয় দিয়ে খুঁজি হৃদয় যার !
হৃদয় দিয়ে খুঁজি হৃদয়-শীত
নিষ্ঠীবনে বধু ভাঙে পিরিত
পিরিতে ফাগ মাখা... বললাম ?
রমনী খুঁজে চলে পাথর চাপা পড়া অহল্যা
৪ প্রতিটি মনখারাপের পিছনে
প্রতিটি মনখারাপের পিছনে লুকিয়ে থাকে
একটি করে খুনসুটি।
দুপুরের মেঘ এলে সেই খুনসুটি হাসিতে
পরিণত হয়, তারপর কান্নায়...
মায়াকান্নার বেগ এখন আর মাপে না প্রসাধন।
মেপে চলে ঘরভর্তি, কলসভর্তি
জলের
অনুশোচনা।
এখন অন্ধকার এলেও মন আর আঁকুড়পাকুড়
করে না, বরং মনখারাপের দরজা
ঠেলে খুলে দিতেই বেরিয়ে আসে গনগনে
আলো। কবেকার উশ্রীনদীর কথা মনে পড়ে যায়।
যার বুকে আজও ভেসে চলে সন্তরণশীল অভিমান, আলোক প্রত্যয়ী...
ভালোবাসার দু'একটা
প্রত্যাঘাত পেয়ে।
৫ শিকড়ে ভরা থাক
কী কবে রেখে যাওয়া ত্রি-সন্ধ্যার
ললাটে জেগে ওঠে শ্রীচন্দন
সন্নিকটে ঋতু পশ্চাতেও....
মাভৈঃ মন্ত্রের পথচলা ।
কেবল অলিগলি দু'দণ্ডের
ঝামেলা, ঝুটকথা, শরিকি-ঝাঁঝ
সবটা মিয়ে আসে দিগন্তের
ললিত সংরাগ, অশ্রু,
কাঁচ...
সবটা মিয়ে আসে উন্মনা
চোয়ালে জোড় লাগে, উঠোনঝাঁট
ক্ষুব্ধ রক্তের বাহিকা হায়...
শূন্যপত্রের লুকোনো ঠাট
পড়েও ভাঙে না সে, কী-বিস্তার!
নাচতে মাজা ভাঙে উঠোন যার...
হিন্তালের লাঠি
মাথায় বাঁধা আঁটি
শিকড়ে ভরা থাক আমার হাড়।
No comments:
Post a Comment
Please put your comment here about this post