মা
সৌমেন দেবনাথ -বাংলাদেশ
বেতন পেলে কি যে খুশী
হতাম আমি আগে,
ঘুরতে যেতাম এথা সেথা
বকতো মা যে রাগে।
পরের মাসে মাকে দেবো
হয় হোক পকেট ফাঁকা,
মা যে হাসে মিষ্টি করে
ধরেও না মা টাকা।
গিন্নী এলো মিষ্টি একটা
খরচ গেলো বেড়ে,
সঞ্চয় করতে গেলে দেখি
খরচ করে কেড়ে।
বাবু সোনা এলো ঘরে
রাত দিন আমি খাটি,
খরচের সাথে পারি না
একা একা হাঁটি।
শ্যালকের বিয়ে কদিন পর
দেবে বৌ সোনার হার,
পরের মাসের বেতন যাবে
খাটাখাটি সব সার।
ছেলের লাগবে এক মোবাইল
গাল ফুলিয়ে থাকে,
কোথায় পাবো এত টাকা
বলবো দুঃখ কাকে?
ছেলের খরচ বেড়ে গেছে
মা আর খায় না পান, চুন,
মা আমার সব বুঝে গেছে
মায়ের কত যে গুণ।
মায়ের কাছে যাই যে আমি
বাত ব্যথা নেই পায়ে,
ওষুধ কিনতে লাগবে টাকা
তাই মা সব সয় গায়ে।
বেতন পেয়ে খুশী মনে
ব্যাগে টাকা পুরে,
সোনার হার আর মোবাইলটা
কিনলাম ঘুরে ঘুরে।
সেকি বৃষ্টি ফেরার পথে
গেলাম পুরো ভিজে,
সব কষ্ট সয়ে নিই আমি
বুঝ দিই নিজেকে নিজে।
বৌয়ের মুখে ফুটলো হাসি
সাবাস বললো আমায়,
ছেলেও আমায় চুমু দিলো
কত খুশী সবাই।
যে যার ঘরে গেলো চলে
তাদের বেশ খুশীর রেশ,
আমি থাকলাম একা পড়ে
আমার প্রয়োজন শেষ।
কাঁপতে কাঁপতে মা যে এলো
থরো থরো তার বোল,
আমার মাথা মুছে দিলো
দিয়ে আপন আঁচল।
মায়ের কোনো নেই যে চাওয়া
সব দেয় বিনা হিংসায়,
আমার হাসি মুখটা দেখলে
খুশী বিনা পয়সায়।
আমি যেন সুখে থাকি
সুখী তিনি তবে,
মায়ের মত এত আপন
কেউ আর নেই এই ভবে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post