এই আশ্বিনে
মৃন্ময় ভান্ডারী
তুমি নাকি এই আশ্বিনে আবার আসছো,
তুমি নাকি আনছো নিয়ে আকাশ চুম্বি অভিপ্রায়,
তুমি নাকি অসন্তোষের মুখে ঝামা ঘষে আনছো নাকি বেঁচে থাকার
কাঠামো।
এর পর পড়বে মাটি এর পরে আকাশের দৃশ্য পট বদলাতে শুরু করবে,
আসবে রামধনু মাখিয়ে দেবে বাহুল্য বর্জিত শত রঙের প্রলেপ।
তুমি গন্ধে দিও মাতাল করে অনাসৃষ্টির চালচুলো।
খোঁপায় নিও শিউলী ঝরা অর্ঘে নিও পদ্ম সই।
তুমি নিটোল মৃন্ময়ী অজস্র প্রাণের ডাকে সাড়া দিয়ে চিন্ময়ী
রূপ ধরে নিয়ো।
দুঃখের হাঁটা চলার রাস্তায় একবার এসে দেখো, ঠিক জমেছে কতটা পাঁক।
ডুবতে ডুবতে ডুবন্ত আর্তনাদ মহা শূন্যে ভেদ করে আশা রাখি
পৌছাবে তোমার চিন্ময়ী কানের পর্দায়।
মা ভব নব শূন্যতায় দিস একটু খানি সাড়া।
চলে যাবে আশ্বিন তবু রয়ে যাবে তোমার মঙ্গল ধ্বনি মননে
স্বপনে।
Download ALEEK PATA Mobile APP
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Puja Issue, 2020 | October-November 2020 | শারদ সংখ্যা -১৪২৭।
| Fourth Year Third Issue |24 th Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post