একতালঅমিত চক্রবর্তী-ক্যানসাস স্টেট,আমেরিকা
একটা আস্ত,পূর্ণাঙ্গ জীবন আমি তোমার কবিতাই লিখে চল...
ক্রমাগত অভ্যাস ক’রে ক’রে,
ঘষে মেজে দফা দফা,
কাটাকুটি সেরে বারবার ।
আর সেই প্রতিটি সংশোধনের জোরে
সে রূপ নিচ্ছে পরিপাটি,বিন্যস্ত;
আর সেই কড়া শাসনের স্বাদ পেয়ে,
সে হ’য়ে উঠছে
একটু একটু ক’রে অবিশ্বাস্য নিঁখুত ।
কখনো শব্দের চাতুরীতে
এ কবিতা যুক্তিমুখর, তীক্ষ্ণ
কখনো ভাবনার মৃদু আভাসে
চঞ্চল, অস্থিরপ্রায়;
কখনো ফের অতিসাধারণ, তুচ্ছতায় ভাঙ্গাচোরা ।
এ কবিতা আঠেরোর তুমিকে দেখিয়েছে
সংসারের সর্বনাশী লোভ,
তেইশে জড়িয়ে ধরেছে কোমর অনায়াসে, অকস্মাৎ
আর তিরিশে উজাড় ঢেলেছে
সহকর্মীর অখণ্ড সম্মান ।
জীবন তবু যে অনন্তপ্রায় ।
পঞ্চাশে কি স্বপ্ন দেখবে এই রূপসী ছন্দ?
ষাটে এসে কি মন্থর হবে জ্ঞান, সত্তরে দিকভ্রান্ত ?
সময়েরই মীমাংসা ।
আপাতত তোমার কবিতাই লিখে চলেছি আমি
মায়াবিনী শব্দের উৎকৃষ্ট, পর্যাপ্ত ভিড়ে
একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখে দেখে ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post