বরফের চাদরে
দীপঙ্কর সরকার
বরফের চাদরে বিছিয়ে শীত নামে ভাঙা রোদ ইতস্তত
এদিক ওদিক চেয়ে দ্যাখে পড়শি কোথাও নেই
সুনসান
চারিদিক শীতল সুস্থির একা একা বয়ে চলে
নদীস্রোত
জীবনের বাঁকে বাঁকে ওঠা পড়া কত শত নজির
বিহীন
একাকী সাক্ষী সে নীরব নিশ্চুপ কেউ তার সঙ্গী নয়
সাথী হারা বিবাগী বিধুর চলে পথ আপনাতে আপনি
মশগুল
কতদূর যেতে হবে অজানা কোন সমুদ্দুর কোথায়
ভেড়াবে
নাও বাঁধবে নোঙর কেইবা বলবে তাকে কে আছে
আপন !
ধারে কাছে কেউ নেই নেই তো লোকালয় কার কাছে
জানাবে
দু:খ শোক ব্যথিত জীবন একা বয়ে যাবে নিশিদিন
দুরন্ত
দুর্বার মাঝিও বেপাত্তা এখন জুবুথুবু শীতের জৌলুসে
বিপন্ন
অস্থির বরফের চাদরে বিছিয়ে একা শীত চেয়ে থাকে
কে রাখে
হদিশ ভাঙা রোদ ইতস্তত ঘোরে ফেরে নদী স্রোত
বয়ে যায়
ওঠা পড়া দ্যাখে কত মানুষের উত্থান পতন নির্নিমেষ
সমধিক ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post