আর একটিবার হিমেলে মিলি
মধুমিতা রায় চৌধুরী
নীরব দুপুরে, হিমেল বিকেলে-
যখন, মন আমার গুমরে কাঁদে।
সেই সময় কাছে আসবি?
আমার মন খারাপের সঙ্গী হবি?
ফুলে ভরা সেই ছাদ'টিতে-
চল'না বসি শান্ত হয়ে।
এবার না'হয়,
নিজেদের পাল্টে ফেলি-
করবো না আর মারামারি।
কানে পাতব কেবল-
মৌমাছিদের ঝগড়াঝাঁটি
ঘুম না আসা রাতের বেলায়-
সবাই যখন আরামে লেপের তলায়-
আয়'না দুজনে তারা গুনি-
আর একবার দুজনের বাবা'কে খুঁজে দেখি।
আয়'না এবার বুঝতে শিখি--
নিজেদের জমে থাকা দুঃখ-গুলি।
ঠিক যেন আগের মতন-
আয়'না আবার বে-হিসেবি বন্ধু হয়ে-
এলোমেলো খানিক গল্পে মাতি-
নিজেদের কষ্ট ভুলি।
Download ALEEK PATA Mobile APP
| শিশির সংখ্যা -১৪২৭।
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Winter Issue, 2020 | December-February 2020 -21|
| Fourth Year Fourth Issue |25 th Edition|
No comments:
Post a Comment
Please put your comment here about this post