শীতলতা
শারদীয়া সান্যাল
অলংকরণঃ বর্ণালী গাঙ্গুলী |
ঋতুচক্রের ঘূর্ণাবর্তে প্রকৃতিতে শীতলতা
সেই শীতলতার তীব্র ছোঁয়া বেঁচে থাকার খোলসে
মোড়া শরীরে।
মনের পরতে পরতে বরফ শীতলতা...
তুমি দিয়ে গেছ বিদায় বেলায়।
তোমার উদ্দাম প্রাণচঞ্চলতার উষ্ণতা আশ্লেষে
জড়িয়ে প্রবল শীতেও উষ্ণ থাকা....
তোমার ভালোবাসার ওমে বরফশীতল রাতও উষ্ণ।
আমার বেঁচেথাকার উষ্ণতা...তোমার জ্বলন্ত
চিতায় সহমরণে।
শহরের নিম্নতম পারদেও হিমঘরে রাখা তোমার
বরফঠান্ডা হৃৎপিণ্ডের সমস্ত শীতলতা আজ আমার মননে।
জীবনের সবটুকু উষ্ণতা সরীসৃপের সাথে শীতঘুমে।
স্বপ্নরা কল্পলোকে ভেসে চলে সীমানা ছাড়িয়ে...
মানসপটে-শীতের তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার
সাক্ষ্যে আমাদের উষ্ণ ভালোবাসা ।
আদ্যন্ত কুয়াশাচ্ছন্ন ভোরে পাইনের বোনে
ঝিঁঝিঁর তানের সুরমূর্ছনা।
ধোঁয়া ওঠা কাপে বন্ধক রাখা শীতের সকালের
অগোছালো রোদে আড়মোড়া ভাঙা নতুন দিন।
কমলার কোয়ার মতো নরম শীতের দুপুরে...ক্রিমের
গন্ধ মাখা ভালোবাসা।
আজ ঝরা হলদে পাতায়..স্মরণিকার পায়ে পায়ে।
তোমার চলে যাওয়ার অভিমান আজ নিজেকে
লুকিয়েছে কফিনের পেরেকে।
আজও পৌষালি সুর ডাক দেয় আমন ধানে...
পরিযায়ী পাখির ডানায় ঝলমলে শীতের রোদের
খেলা।
তবু উত্তুরে হাওয়ায় শুধুই মনখারাপিয়া সুর।
শীতল আমেজে বরফ মন...কুয়াশার চাদরে ঢেকে
ঋতুর ধারার বহমানের প্রতি শীতে..
No comments:
Post a Comment
Please put your comment here about this post