শীত আসছে
তন্ময় ঘোষ
ওই দেখো শীত আসছে -
যে তোমার প্রেমিক হয়ে ধরা দেবে
দীক্ষান্তের পর হবে এক নতুন মানুষ,
ফ্যাকাশে রোদ্দুর তার হিসাব বুঝে নেবে
দোয়েল পাখিও দিয়ে যাবে শিস।
ওই দেখো শীত আসছে-
রোদ্দুর আজ চাঁপা ফুলের রং ছড়াচ্ছে
গাছের পাতা ঝরা শুরু হয়েছে,
শান্ত হয়ে বসে আছে ঘুঘু পাখি
তখন আমি বট গাছের ফাঁক দিয়ে রোদ দেখি।
ওই দেখো শীত আসছে-
কৌটোর ঢাকনা খুলে বেরিয়ে পড়েছে আচার
লাল ফড়িং চুপ করে বসে আছে কুমড়ো মাচায়,
এমনিতেই মাথার ঘাম পায়ে পড়ে না আর
এমনই হয় সাপলুডোর খেলায়।
ওই দেখো শীত আসছে -
চশমাটা কেমন ঝাপসা লাগে
অল্প একটু ভাবলে চোখে জল আসে,
একরাশ ধুলো জমেছে বইয়ের তাকে
ঠিকানাবিহীন খাম এগিয়ে যাবে বিন্দুর দিকে।
ওই দেখো শীত আসছে-
জানি তুমি বুঝবে নির্জন কোন দুপুর
বৈঠকি আড্ডায় আমি তখন আগন্তুক,
গান শুনিয়ে শুরু করেবে ঝরাপাতার সফর
দেবে স্রোতের বিপরীতে সাঁতার কাটার ডাক।
ওই দেখো শীত আসছে-
শিশির ভিজিয়ে দেয় পা দু'খানি
শিয়ালকাঁটার পাতাও হলুদ হবে জানি,
পথিক বেরিয়ে পড়বে দেশ দেশান্তর
তখনই গভীর ঘুমে আচ্ছন্ন হবে মন্বন্তর।
ওই দেখো শীত আসছে-
জলপট্টিতে আর সারবেনা অসুখ
প্রতিটি প্রহর কুলুপ এঁটেছে মুখ
অজুহাত কেটে যাবে ঘুমের ঘোরে
আড়মোড়া ভেঙে বলবো ঐ শীত আসছে দোরে।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post