ডিসটোপিয়া
অনিন্দ্য পাল
মৃত্যু,
এটাই এখন বাস্তব।
ইতিপূর্বে যখন ডাইনোসররা উবে গিয়েছিলো অথবা মহেঞ্জোদাড়ো কিংবা ইনকা, মায়ারা
গিয়েছিলো মা এর ভোগে তখনও মৃত্যুর চেয়ে বাস্তব ছিল না কিছু!
আপনি বলতেই পারেন, জন্ম, সৃষ্টি, প্রেম
এই সব ধ্রুব সত্য - একশোবার। আপনার এগারোটা ইস্যু,
গিন্নির জরায়ুতে খুঁজেছিলেন রাবণের বীজতলা
আপনার বীর্য কখনও কোয়ারান্টাইনে ছিলনা, আপনারা দুই ঠ্যাং এর মাঝখানে বাঁশ নিয়ে এখনো, রাত
জাগেন ...
এই সব বাঁশ এখন পরমাণু বোমা হয়ে খিল্লি করছে
দোকানে বাজারে রাস্তায় বিদেশী মদের দোকানে,
ভ্যালেন্টাইনস ডের পরে জনসংখ্যা পৌঁছেছে
একশো তিরিশ কোটি
তবু আপনারা টিপে টিপে ইউটোপিয়া কেনেন
তবু একটা ভাইরাসেরও লিঙ্গে কন্ডোম পরাবেন না
এখন বুঝুন, একুশ
দিন একমাস ছমাস...বছর...
কতদিন?তারপর আরও চলবে মৃত্যু এবং
লকডাউন!
বাস্তব এইরকম, উলঙ্গ
গয়না,
ক্রিম, মেকআপহীন
শুকনো চামড়া
যতই ঢাকুন কার্পেটের নীচে সেই দাঁতছাড়ানো
মেঝে
তবু খিদে পায়, আমার
ও
খাই,
শুই এবং আবারও ঝাঁপিয়ে পড়ি
ইউটোপিয়ার নরম গুহায়
এটাই বাস্তব
এটাই মৃত্যু!
No comments:
Post a Comment
Please put your comment here about this post