গাছের বুকে
দীপঙ্কর বেরা
অলঙ্করনঃ বর্ণালী গাঙ্গুলী |
জানো , ঘরের সামনে একটা গাছ আছে । কি নাম জানি না । শীতের শুরুতে
একটা একটা পাতা খসে পড়ে আর গাছ পুরো মৃতপ্রায় হয়ে যায় । কোন সবুজ থাকে না । একেবারে
ন্যাড়া গুটিকয় ডালপালা । শীতে কাঁপতে কাঁপতে ভাবি এই গাছটা মরে যাবে । একটাও পাখি
বসে না । কেউ তলায় দাঁড়ায় না । বাতাসে তেমন দোল খায় না । একেবারে ধুসর হয়ে আকাশ
পানে বৃথা দাঁড়িয়ে থাকে । কোন কাজের নয় বলে মুখ ফিরিয়ে নিই । একটু ধুলো পর্যন্ত
ধরে রাখতে পারে না । অথচ কতটা জায়গায় নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ।
তারপর শীত চলে যেতে থাকে । বসন্তের মৃদু মন্দ বাতাস বয় ।
জানো , আমাদের
প্রাণে জীবন লাগে । বসন্ত আসে । আমাদের খেয়াল থাকে না সামনের গাছটা বৃথা হয়ে আছে
কি নেই । দেখতে দেখতে সেই গাছে পাতায় পাতাময় হয়ে যায় । ফুলের বন্যা বয়ে যায় । গাছের ডালপালা আর দেখাই যায় না । শুধু সবুজ আর সবুজ । নীচে
ছায়ায় ছায়াময় । পাখিও বাসা বেঁধে কূজন করেই যাচ্ছে । এই ক’দিন আগের আর ক’দিন পরের
সঙ্গে গাছটাকে কিছুতেই মেলাতে পারি না ।
জীবনের এই উঠা পড়া জীবন গড়ে দেয় । আকাশ হয়ে থাকাটাই জীবন । পাশের এই ছোট স্বাভাবিক শিক্ষায় সামনের রাস্তায় তুমি কিভাবে যেন আমার প্রতিদিন হয়ে যাও । তাই ধান ভানতে শিবের গীত গেয়ে নিজেকে খুঁজে পেলাম ।
Download ALEEK PATA Mobile APP
No comments:
Post a Comment
Please put your comment here about this post