অশালীন নির্লজ্জতা
রবীন বসু
রাত্রির গভীরে থাকে যে শীতের নিশীথ
হামাগুড়ি দেয়
সুড়ঙ্গ কাটে পতঙ্গডানায় থির থির
শৈত্যতা তীব্রতা মেপে নেয় নিজস্ব স্কেলে ।
মৃত্তিকার ছোঁয়া পেলে জলযানও বিমূঢ় স্থবিরতা
এঁকে
রাখে চোখে ;
আর ঠিক
তখন
অনিশীথ ওড়না ঢাকে
কুয়াশা আপনার চোখে।
বিন্দু বিন্দু শুষ্ক হাওয়া অসহ্য বিকেল
বিকৃতি
পাশে নিয়ে হেঁটে যাচ্ছে
ছিদ্রহীন অন্ধকার জড়ো হয়
ফোরলেন হাইওয়ের ধারে একান্ত নির্জনতায়।
আধপোড়া রমণী-শরীরে ক্ষত
জীবন
উড়ছে শুধু ভয় নিয়ে
নিশীথ নিরাপদ নয় ইদানীং
আব্রু ভেদ করে শীত বেআব্রু অশালীন নির্লজ্জতা মাখে।
Download ALEEK PATA Mobile APP
শিশির সংখ্যা -১৪২৭।
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Winter Issue, 2020 | December-February 2020 -21|
| Fourth Year Fourth Issue |25 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
No comments:
Post a Comment
Please put your comment here about this post