বিলম্বিত লয়
প্রীতিলতা রায় ( হালদার )
বিলম্বিত লয় ভুলে কুয়াশার গাঢ়ত্ব ঠেলে
তোমার বুক জুড়ে নতুন রাস্তা তৈরি করব ,
অনেকটা সোজা গিয়ে খানিকটা ডাইনে
তারপর আবার সোজা যত দূর দেখা যায়
শুধু সুদূরের মুখ।
আর রাস্তার দুইধারে তোমার চিবুক সংলগ্ন চওড়া
গালে একটা একটা করে বীজ মাথা তুলে দাঁড়িয়েই লিখে ফেলবে সবুজ সংলাপ।
ধানেদের ফুল ফোটা শেষ হলে বীজপত্রের
জলসায় ঘাসফড়িংয়ের কনসার্টে
জীবনের গান শুনতে শুনতে হেমন্তের গুটিগুটি উত্তর থেকে দক্ষিণে গমন।
কড়াইশুঁটি আর সরষে ফুলের শিশির মিতালির গল্প
শুনতে শুনতে আমার তো দুপুর গড়িয়ে সন্ধে ,
এদিকে ভ্রমর বাবাজী তো কাউকে ছাড়তে নারাজ, না
কড়াইশুঁটি না সরষে ফুলকে। কাকে সুয়োরানি কাকে দুয়োরানি করবে
এই নিয়ে মিতালি তো তলানিতে,
তখন প্রজাপতির মধ্যস্থতায়
দু' জনেই ঘর পায়।
আমি আবার এ পথ ছেড়ে অন্য পথে, সৃষ্টির
ভাবনা আর বুননে পৃথিবী জুড়ে সবুজ আঁকি কুয়াশা ফিরে যাক, আলো আসুক উঠোনে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post