সম্পাদকীয়- শিশির সংখ্যা-১৪২৭
( বিশেষ শীত সংখ্যা, ডিসেম্বর ২০২০ - ফেব্রুয়ারী ২০২১ )
নমস্কার বন্ধুরা,
নতুন বছরের শুভেচ্ছা জানাই অলীক পাতা
পরিবারের সবাই কে। সব্বাই ভালো আছেন তো?
বেঁচে থাকার থেকে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে বেঁচে
থাকার তাগিদ, এই তাগিদ বা ইচ্ছেই যোগান দেয় ইন্ধনের, আর ইন্ধন ছাড়া কি চলা যায়? অবশ্যই
নয়, অলীকপাতার এই পথ চলার বা বেঁচে থাকার তাগিদ যোগায় যে ইন্ধন সেটা হল আপনাদের অপরিমিত
উৎসাহ ও নিজেকে প্রকাশ করার,মেলে ধরার, সৃষ্টি করার ইচ্ছে, আপনাদের সেই সৃষ্টিশীলতা
ও ভালোবাসা উজ্জীবিত করে আমাদের, আবার কিছু সৃষ্টির মণিমাণিক্য নিয়ে সেজে ওঠে আমাদের
সবার প্রিয় অলীকপাতা, আবার একবার আমি সুযোগ পাই আপনাদের কাছে আসার, গল্প করার। এই একটি
মাত্র জায়গা, যেখানে আমি প্রগলভ, তাই পত্রিকা প্রকাশ হবার ঠিক আধঘণ্টা আগে বসি আপনাদের
সাথে আড্ডায়, তাই এখানে আমি “আন স্ক্রিপ্টেড” ।
ছাপানো পত্রিকায় বেশ একটি কালির গন্ধ পাওয়া যায়,
কিন্তু অনলাইন পত্রিকার মত এই ভাবে লেখক-লেখিকা, পাঠক- পাঠিকার সাথে হুট হাট বসে,
এক্কেবারে শেষ মুহূর্তে মনের ভাব খুলে বলার মত একটি সুন্দর অভিজ্ঞতার সামনে কালির
গন্ধের নস্টালজিয়া না হয় ত্যাগ করাই যাক। তবে, এই পদ্ধতির একটি অসুবিধে আছে, সেটা
হল যে যেহেতু অনেক দিন ধরে লেখা ছাঁটাই (যদিও আমরা খুবই কম লেখা বাদ দিই) বাছাই,
পেজ তৈরি ইত্যাদি চলে, তাই যখন শেষ মুহূর্তে মুখবন্ধ লিখি ততক্ষণে বিষয় ভিত্তিক সংখ্যার
ক্ষেত্রে একটু খেই হারিয়ে যায়, কারণ, মানুষের মনের থেকে গতিশীল বোধহয় আর কিছুই
নেই, তাই “আন স্ক্রিপ্টেড” হওয়া খুব ভয়ঙ্কর, তবে, যাই হোক, আমার পক্ষে বন্ধুদের সাথে
বেশি ‘ফর্মাল’ হওয়ায় অসুবিধে আছে।
আড্ডা শেষ, এবার আসি কাজের কথায়- অলীকপাতার
এই শীত বিশেষ “শিশির সংখ্যা” খুবই সুন্দর ভাবে শীতকাল কে কেন্দ্রীয় চরিত্র করে তৈরি,
তা সে কবিতা, ছড়া, গল্প, অনুগল্প যাই হোক না কেন। এ ছাড়াও আছে রান্নাবান্না, দুর্দান্ত
ভ্রমণ কাহিনী, ধারাবাহিক, ফটো অ্যালবাম আরও অনে...ক কিছু, বাকিটা আপনারা নিজেই দেখে
নিন।
আশাকরি আপনাদের এই সংখ্যাটি অন্যান বারের মতই
ভালো লাগবে।
নতুন বছর টি সত্যিই শুভ হোক, যাঁদের আমরা হারালাম
তাঁদের জানাই প্রণাম, তাঁরা যেখানেই থাকুন, ভালো থাকুন।
আজ চলি, ভালো থাকুন- সৃষ্টিতে মাতুন।
নমস্কার
স্বরূপ চক্রবর্তী
হরিদ্বার-১০ই জানুয়ারী,২০২১
রাত ৮ টা
সুসজ্জিত, সুগঠিত ও সুদীর্ঘ পত্রিকা। পড়তে সময় লাগে। ভাল লাগল। অনেক শুভেচ্ছা।
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য, ধন্যবাদ, 'পড়তে সময় লাগে' এটা কি পাঠকদের জন্য অসুবিধার? এব্যাপারে আপনার মতামত জানলে আমাদের সুবিধা হয়।
Deleteআপনার সুচিন্তিত মতামতের জন্য, ধন্যবাদ, 'পড়তে সময় লাগে' এটা কি পাঠকদের জন্য অসুবিধার? এব্যাপারে আপনার মতামত জানলে আমাদের সুবিধা হয়।
Deleteসুসজ্জিত, সুগঠিত ও সুদীর্ঘ পত্রিকা। পড়তে সময় লাগে। ভাল লাগল। অনেক শুভেচ্ছা।
ReplyDelete