এক টাকা
সুজিত
দে
ছেলেবেলায়
একটা টাকায়,
দোকান
যেতাম একা একা।
কত
কিছুই নিতাম কিনে,
থাকতো
নাকো পকেট ফাঁকা।।
একটাতেই
ভীষণ খুশি,
ভরে
যেতো এ মন প্রাণ।
চেয়ে নিতাম
সবার থেকে,
থাকতাম না
মৌন ম্লান।।
একটা
টাকাই এক পৃথিবী
পেলে
হতাম দিশেহারা।
জমাবো
না করবো খরচ!
পেতাম না
আর কুলকিনারা।।
সে
কতদিন আগের কথা,
এখন
সেসব হারিয়ে গেছে।
তবু
সকল আগের স্মৃতি,
আগলে
আছি বুকের মাঝে।।
একটাকাতে
হয়না কিছুই,
তেমন
কিচ্ছু আর মেলেনা।
ভিখারীদের
দিলে দেখেই
মুখ
বাঁকাতে কেউ ভোলেনা।।
হয়না
দোকান হয়না বাজার,
এক
টাকা নয় চাই যে হাজার,
সবার
এখন মেজাজ রাজার।
উপায়
তো নেই দৈন্য সাজার।।
কিন্তু
দেখি একটাকাতে
দেবদেবীরা
তুষ্ট হন,
বিপদ
এলে মানত করি
একটা টাকাই
সারাক্ষন।।
এখন
বলি এক টাকা নয়
দেবো
তোমায় ষোলো আনা।
বিপদ
কাটুক সুদিন আসুক।
পুরাও
ঠাকুর মনোবাসনা।।
একটাতেই
তিনি খুশি
মানুষ
কভূ তুষ্ট নয়।
একটা
টাকাই ষোলো আনা
নিখিল
জগৎ বিশ্বময়।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post