পথ হাঁটতে হাঁটতে
গোবিন্দ
মোদক
পথ হাঁটতে হাঁটতে
পথের ভালোবাসা বুঝে নেওয়া
যায়,
নিজের ছোট্ট চৌহদ্দির বাইরে
খুঁজে পাওয়া যায় দ্বিতীয়
কোনও কক্ষপথ ;
দাবি-দাওয়া, পাওনা গন্ডা
আর কর্তব্যের সীমারেখা
ছাড়িয়ে ...
আলোকবর্ষ বিস্তৃত কক্ষপথ
জুড়ে ...
মনের শামিয়ানার নিচে
উৎসবের বাজনা বেজে ওঠে ;
অথচ অনিঃশেষ কতটা পথ হাঁটলে
একজন মানুষ ঠিকঠাক মানুষ হয়ে
ওঠে,
তার কোনও সর্বজনগ্রাহ্য উত্তর
কোনও অভিধানে খুঁজে পাওয়া
যায় না !
Download ALEEK PATA Mobile APP
। মধুমাস -১৪২৭।
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Spring Issue, 2021 | March-April 2021|
| Fourth Year Fifth Issue |26 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
ভালো লাগল
ReplyDelete