সাগর মাহাত
ওগো বসন্ত তুমি কোথায় ?
লাল পলাশের সৌন্দর্য্য
খুবলে খেয়েছে হিংস্র কীটের দল,
রুদ্ধ করেছে পাখির গান ৷
তুমি বলবে, সবই তো ঠিক
আছে ৷
হে ক্ষমতায় আত্মহারা পথিক
একবার দেশ নামক মাতৃভূমির
দিকে তাকাও
দেখো, ভিখারীর
পেটে ক্ষুধার্তের ক্ষতচিহ্ন,
অত্যাচার, ধর্ষণ আর
লাঞ্ছিতের দীর্ঘনিঃশ্বাস৷
মনে রেখো, ক্ষমতা নয়
প্রেম চিরস্থায়ী ৷
তাই ক্ষমতার দম্ভকে উগরে ফেলে
এসো, এই নববৈশাখে
শপথ নিই
হাতে হাত রেখে অন্ধকার ঠেলে
এক নতুন ভারত গড়ে তুলি৷
Download ALEEK PATA Mobile APP
। নববর্ষ-১৪২৮| Aleekpata.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|Bengali New Year Issue, 2021 | April -July 2021|
| Fifth Year First Issue |27 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
No comments:
Post a Comment
Please put your comment here about this post