যৌতুকলোভী
স্তাবক হব,
আজ
অমিত
চক্রবর্তী
আমি যৌতুকলোভী স্তাবক হব
সোনালিয়া, আমি
সারাদিন
শুধু গায়ে গায়ে লেগে ঘুরব।
আজ।
বারান্দাতে দাঁড়াও আবার। ঢলে
পড়া রোদে, সন্ধ্যেয়।
তুমি কি স্বয়ং সরস্বতী? না, কিশোরী রাধা, জোড়াবিনুনী?
ভাগ্য প্রতিকূল, তাই মিতালি
পাতাব কৌশলে
কাঁপুনি নিয়ে কফিহাউস, বন্ধু বানাব
–
বন্ধু বানাব বুক ক্লাবেতে, টিক টক আর
সোশ্যল মিডিয়া
ঘুরপাক খাব তোমার টানে পাহাড়
চূড়ার বাড়ির মত।
আমি ঝর্ণা হব, সোনালিয়া, অসংখ্য
ঝর্ণা
পাকদণ্ডী পথে আমি ঝর্ণা হব, বুনো ফুলে
ঢাকা পাথর বুক।
দুঃসাহসী শিশুর মত জড়াব তোমায়, টলমল করে
এধার ওধার
মুছে দেব গ্লানি শৌখীন ব্রাশে, সংসারে যত
ব্যাঁকা গোলযোগ।
বারান্দাতে দাঁড়াও আবার।
তোমাকে দেখি ঢলে পড়া রোদে,
সন্ধ্যেয়।
চায়ের কাপ আঁচলে ঢাকা, চলকালো বুঝি?
আমার হাতে কড়া কফি, চলকালো সেও
ভোর ভোর -
বারো ঘন্টা তফাত যে সময়ে
এখানে।
দূরত্ব আজ জাহান্নমে যাক, সময়ের পেটে
টর্পেডো
আমি যৌতুকলোভী হ্যাংলা এখন, স্তাবক সাজব
সারাদিন শুধু গায়ে গায়ে লেগে
গন্ধগ্রহণ
সময়ের ছেঁড়া টানেল খুঁড়ে ।
আজ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post