ইরান
মন্ডল
ক্লান্ত শরীর, ক্লান্ত মন
-
কী করি বলো এখন?
চোখ যেন অনন্ত সুখ দেখতে চায়;
মন যেন হারানো সুর ফিরে পেতে
চায়।
কোথায় পাবো এমন চিরন্তন সুখ, এ বিশ্বভুবনে?
কোথায় আছে বলো ?
আমার শুধু চাই একটু শান্তি,
তার বদলে দেবো আমি ভালোবাসা, অগুনতি!
ঘুম-ই যে এখন আমার একমাত্র
সঙ্গী।
কিন্তু সে যে কোথায় গেলো, কে হয়েছে
তার সঙ্গী?
জানিনা।
আমি হাঁদার মতো তার অপেক্ষায়
আছি...
আর বলি-
ঘুম চলে আয়।
-তোরে কেন এতো ডাকতে হয়?
বুঝিনা!
এ শরীরের ক্লান্তি দূরীকরণে, তোকে যে
একান্তই প্রয়োজন।
কে বুঝবে কি চায় আমার মন-
প্রিয় মানুষ তো নেই, যে করিবে
তার নিরূপণ।
তাই অসহায় মনে, ক্লান্তি
দূরীকরনে-
তোর কাছে নিতে হয় আমার
আশ্রয়।
তাই বলি- তুই থেকে যাস্ না
হয়,
কয়েকটা দিন, প্রিয়
ঘুম।"
Download ALEEK PATA Mobile APP
। নববর্ষ-১৪২৮| Aleekpata.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
|Bengali New Year Issue, 2021 | April -July 2021|
| Fifth Year First Issue |27 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post