নদী
ভালোবেসে
কমল কৃষ্ণ
কোঙার
Image Courtesy: Google Image Gallery |
একদিন নদী এসে বলেছিল কানে,
মনটা খারাপ হলে এস সঙ্গোপনে।
সবুজ আঁচলে আমি ঢেকেছি দু’কুল,
আমার সকাশে এস, হয়ো না
আকুল।
আমি এক দিকভ্রান্ত জীবন পথিক,
পারিনা বুঝতে আমি সঠিক বেঠিক।
বেদনায় ক্লিশিত মন নিভৃত
আড়ালে,
বারে বারে চায় শুধু যেতে
অন্তরালে।
জীবনে সবার আসে মনের আকাল,
কাঙ্খিত মন চায় বিজন সকাল।
সব পেয়েও তবু না-পাওয়া বেদনা,
শূন্য মনে হয় সব, অবুঝ চেতনা।
এমন আঁধার দিনে নদী ভালোবেসে,
এসে যাই নদী তীরে, মনের
নিবাসে।
চারিদিক ধ্যানমগ্ন, নদী
স্রোতস্বিনী,
আমাদের সব ব্যথা বোঝে
কল্লোলিনী।
হৃদয় জুড়ানো হাওয়া, নদীকূলে একা,
সবুজ বরণে নদী মন পটে আঁকা।
কল্পনায় চেয়ে দেখি মহাদেব জটা,
চারিদিক আলোময়, স্নিগ্ধ
রৌদ্রচ্ছ্টা।
গিরিখাদ বেয়ে তুমি স্রোতে খর
স্রোতে,
আপন গতিতে চল, চল দিনে
রাতে।
তোমার গতির ধারা, কুল কুল রব,
আত্মহারা মন মাঝে নাই কলরব।
তোমার কুলেতে এসে বসি নিরজনে,
মনমাঝি মেতে ওঠে ভাটিয়ালি
গানে।
চলেছি উজান বেয়ে সীমাহীন কাল,
তোমাতেই হয় যেন সকাল বিকাল।
তারপর একদিন তোমারই বুকে,
থেমে যাবে স্থিতিকাল কোনো এক
বাঁকে।
শ্যামল বরণে ঢাকা দুই কুল
মাঝে,
স্রোতধারা আমাকেও নিয়ে যাবে
সাঁঝে।