বৃষ্টির
সন্ধ্যায়
নিবেদিতা
বর্মন
Image Courtesy: Google Image Gallery
চমকি চমকি উঠে
বাদলের ফাঁকে ফাঁকে,
গুড় গুড় ডাকে মেঘ
ছাড়ে হুঙ্কার।
থাকিয়া থাকিয়া আমি
চকিত হইয়া উঠি,
কাঁপিয়া কাঁপিয়া উঠি
থর থর থর বার বার।
বুক করে দুরু দুরু
এবার কি হল শুরু!
আকাশ ভাঙ্গিয়া নামিল
বারিধারা মুষলধারে।
বৃষ্টির ঝম ঝম শব্দে,
ভেজা
মাটির গন্ধে,
প্রকৃতি নাচিয়া উঠে
বৃষ্টির ছন্দের তালে।
পরাণ হরষিত,
কিঞ্চিৎ শঙ্কিত।
দরজায় খিল দিয়া দেখি
দাঁড়ায়ে জানলার ধারে।
সন্ধ্যা কাটিয়া গেছে,
প্রদীপ জ্বলে নাই ঘরে,
প্রহর গুনিতেছি
চাহিয়া আকাশের পানে।
প্রহর কাটিয়া যায়
অবসান তো হয় নাই,
বিদ্যুতের ঝলকানি
বাড়িতেছে থাকি থাকি।
জ্বালায়ে মোমবাতি
আবারও জানলায় আসি,
ফেলে আসা স্মৃতি-ছবির
মনে কাটি আঁকিবুকি।।
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post