সুমিত্রা
পাল
Image Courtesy: Google Image Gallery
যদি কোনদিন এক নির্জনে,
আমায় তোমার পড়ে মনে ,
খুঁজে দেখো হৃদয় মাঝে ,
থাকব সেথা সকাল সাঁঝে।
ডেকো তুমি মনে মনে ,
পাবে আমায় হৃদয় কোণে,
থাকব সদা তব মনে ,
রইবো সেথা প্রীতির সনে।
কোন এক ভোরে ঘুমের ঘোরে ,
রইব তোমার বাহুর ডোরে ।
কোন নির্জন এক দুপুরে,
ছায়া রূপে রব ঘরে ,
স্নেহ ভরা চোখে চেয়ে ,
আসবে আমার পানে ধেয়ে।
কোন এক নির্মল প্রভাত বেলায় ,
যদি ফুল হই আঙিনায়,
মিষ্টি গন্ধে ভরে দেবো ,
মনটি তোমার কেড়ে নেব ।
আমার কথা ভাববে মনে ,
রইবো সেথা প্রীতির সনে।
কোন এক বৃষ্টি ঝরা সন্ধ্যায়,
থাকবে তুমি তোমার জানালায় ,
বাতাস এসে পরশিবে ,
তখন আমায় মনে পড়বে ।
জ্বলে উঠবে সন্ধ্যার দিয়া ,
ভাসবে নয়ন কাঁদবে হিয়া ।
কোন এক নীরব নিশুত
রাতে,
ভাঙবে ঘুম মোর ছোঁয়াতে।
দেখবে তুমি জ্যোৎস্না রাতে ,
বসে আছি তোমার সাথে,
তব মনে প্রতি ক্ষণে ,
রইব সেথা প্রীতির সনে।
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post