মাটি
সুদীপ ঘোষাল
Image Courtesy: Google Image Gallery |
সূর্য হেলে পড়েছে পশ্চিমপাড়ে।
আলপথ কোথাও জেগে আছে কোথাও জলে আধো ডোবা। কেনা আলপথ পেরিয়ে বাঁধে উঠে দেখল এদিকটায়
একজন এখনও লাঙল চালাচ্ছে জমিতে। কেনা ঠিক ঠাহর করতে পারছে না।
চিৎকার করে বলল কেনা, ‘কে গো এখনও জমিতে লাঙল দিচো। কে তুমি, ঠিক ঠাওড়
করতে লারছি’।
- আমি মরা গো, হাজরাদের
মরা। এবার উঠব।
- ও মরাদা, একখান
ট্রাকটর ডেকে জমিটা চষে দিলেই তো পারো। এত পরিশ্রম আর কেউ করে না।
- তা বটে। তবে কি জানো আমার মাটির বুকে
ধড়ফড়িয়ে ট্রাকটর চালাইতে আমি পারব না।
- কেনে, কেনে?
- আরে বাবা, মাটি তো
আমাদের বুকের মত গো। আস্তে আস্তে বুক মালিশ করি যেমন, ঠিক তেমন
করে জমি চষি।
মরাদা এবার জমা জলে হাত,পা ধুয়ে
নিচ্ছে। মোষ দুটোর পিঠে জল দিয়ে ধুয়ে হাত বুলোতে বুলোতে বলল,চলো তোমার
সঙ্গে বাড়ি যাই।
কেনা বলল, চল। কিন্তু
তুমি তো সার দাও না জমিতে। কেন গো?
মরাদা বলল, ‘দি তো, জৈব সার দিই, গোবর, পচা খড়
প্রথমে দি’। তারপর বৃষ্টি হলে আরও পচে। তার থেকে আর ভাল সার কী হতে পারে?’
- কেনে, রাসায়নিক সার।
- ও সারে বন্ধুপোকা মরে যায়। মাটির
খেতি হয় গো।
কেনা বলে, ‘ওসব বুঝি
না। তবে তোমার চাষের পদ্ধতি আমার কিন্তু বেশ লাগে। সবথেকে তোমার জমিতে ফসল ভাল হয়, তা বটে’।
- আরে সেইকথাই তো বলছি গেরামের সকলে
যদি গোবর সার ব্যবহার করি মাটি বাঁচবে, উর্বর হবে।
কেনা ওর পাড়ার পথে পা বাড়ালো।
মরাদা স্বপ্ন দেখে মাটিরগর্ভে
কতজীবন আছে। তাদের সে বাঁচিয়ে তুলছে আর সবাইকে তার কথাটা বোঝাতে পেরেছে।
মরাদা ভাবে,কবে যে সেই
স্বপ্নের দিন আসবে, কে
জানে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post