রঞ্জন
চক্রবর্ত্তী
Image Courtesy: Google Image Gallery
পায়ে পায়ে ইতস্তত এগিয়ে চলি
আসন্ন অনিশ্চিতের দিকে
অন্ধকার থেকে আলোয় এবং আলো
থেকে ফের অন্ধকারে
ঘুরছি বৃত্তাকার পথে, প্রতিবার
একই বিন্দুতে ফিরে আসা
তাহলে সেই অর্থে পাপ-পুণ্য
বলে কিছু নেই, ঠিক-ভুল
নেই
ভাল-মন্দ নেই, এমনকি
ঈশ্বরে বিশ্বাস কিংবা অবিশ্বাসও নেই
আসলে এ জগতে মাত্রার অতিরিক্ত
কোন কিছুই ভাল নয়
বলতে গেলে জীবনের প্রতি
আসক্তি, অথবা
সংবেদনশীলতাও
কেননা তার মধ্যে কিছুটা হলেও
ঝুঁকির সম্ভাবনা থেকে যায়
ভুবনডাঙার মাঠে এখন কেউ নেই, শুধু
একাকীত্ব ও আমি
বোধিবৃক্ষের তলায় বিশ্রাম, একটুকরো
সুশীতল ছায়া খুঁজি
এই ছায়াটুকুই সঙ্গী, সারাদিন
পরিশ্রমের পর নিশ্চিন্ত আশ্রয়
মায়াচরাচর ঢাকা আছে আবরণে, এবার নিজেকে
খোঁজা শুরু
দৃশ্যের বিকার দেখে শূণ্যতায়
ডুবে যাই, আবার
ভেসে উঠি
কেননা পৃথিবীতে কোন স্থানই
চিরকাল শূণ্য থাকে না জানি,
তাই নিজের অস্তিত্বকে নিজেই
জাগিয়ে রাখি সুখের আশায়
আমার অন্তর্লীন সত্তা চোখে
নষ্টস্বপ্ন নিয়ে জাগে যুগ-যন্ত্রণায়।
️
No comments:
Post a Comment
Please put your comment here about this post