ছায়াদ্রুম
জয়ন্ত চট্টোপাধ্যায়
একটি দীর্ঘদ্রুম পাহাড় ছাড়ায় দীঘল
ছায়ার টানে প্রাণের শীতল
সে যে রাঢ়ভূমি ভালোবেসে সবুজ
উড়ান কথকতা কাহিনীতে
আনন্দসৃজন হ্যামলিন বাঁশি
তোমার ফেলু মিত্তির
প্রফেসর শঙ্কু বঙ্কুবাবুর
বন্ধু মজার মৌচাক
জাদুময় তুলিতে তোলে আলোর ফসল
প্রাণিত উজ্জ্বল কাঁচে
কথা বলে প্রাণ পথের পাকে পাকে
জেগে ওঠে ধ্রুপদী কথামালা
প্রকৃত জীবন তার ধূসর বেদনার
অহংকারে হায়ারোগ্লিফ হয়ে যায়
কতটা বাস্তব জীবন সেলুলয়েড
গাঁথা বিশ্ব দেখেছে
সেই শরতের কাশবন আশ্চর্য রেল
মায়াহরিণীর মতো
ঝিকঝিক উড়ান অপু-দুর্গার
চোখের অমর হীরক রাজা
গুপি বাঘা ভূতের রাজা
আগন্তুক...
তুমি এক পরশপাথর সব আলো করে
দাও
তুমি এক অমর দীর্ঘদ্রুম ছায়ায়
ছুঁয়ে যাও অনন্ত প্রান্তর তেপান্তর।
ফিরুন সূচিপত্রে
| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
Winter , 2021 | August -December 2021 | Fifth Year Second Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
আমার লেখায় ছিলো 'কাচ' ও 'ধ্রুপদি' হয়ে গ্যাছে কাঁচ ও ধ্রুপদী, পরের বার একটু খেয়াল রাখার অনুরোধ করি। পত্রিকা খুব ভালো হয়েছে।সার্থক এই সাহিত্য আয়োজনের জন্য অকুণ্ঠ প্রশংসা রাখি।
ReplyDeleteঅভিনন্দন। ধন্যবাদ।
সুধী, ওই দুটি বানান ভুল বলেই আমাদের ধারণা, তাই শুধরে দেওয়া হয়েছে। ধন্যবাদ।
Deleteবানান দুটির এখন বদলে হয়েছে প্রিয়জন।
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete