স্মৃতি
কণ্টক
সৌমেন
দেবনাথ
Image Courtesy: Google Image Gallery
অন্তিম ক্ষণে অন্তহীন আকাশের
অস্তপ্রায় লালাভ সূর্যে চেয়ে
সাহসহীন নতজানু আমার যৌবনকে
রোমন্থনে আনি
নিঃশ্বাস দূরত্বে অবস্থান
করেও মানুষ চিনিনি
আহা, কণ্ঠস্বরে
জড়িয়ে অন্যমনস্ক হতে পারতাম না
পেটের ক্ষুধা ভুলে যেতাম মনের
ক্ষুধা নিবৃত্তে
অথচ সেই স্বপ্নই ছাইরঙা শাড়ি
পরা মেঘের মত উড়ে গেলো
চোখের পানি সময়-অসময় বোঝে না
স্মৃতির ঝাঁপি থেকে কিছু পোনা
মাছ ধরার বৃথা চেষ্টা করলেও
ভাবনা-কলস উল্টে রাখি...
বুঝেছি, পছন্দ-অপছন্দের
কথা চট করে বলে দিতে নেই
বেশি আগ্রহ, বেশী অনীহা
দুটোই দোষের
মন খারাপের সময়ে রঙিন শাড়ি
পরলে তাকে পরীক্ষায় ফেলতে হয় সময়ে নিষ্ঠুর হতে হয়,
মায়ার জাল গুটিয়ে নিতে হয়
নতুবা, ঠকতে হয়, ঠগ আর শঠ
ওরাও মানুষের মত
জীর্ণ পাতার মতো জীবন বৃক্ষ
থেকে ঝরে গেছে অনেক পাতা
স্মৃতির মুকুলে প্রস্ফূটিত হয়
অতীতের সব
দেখি জীবনের উপন্যাস খণ্ডিত, অসম্পূর্ণ
এ জীবনের বেলাভূমিতে সূর্য
কিরণ দেবে কেনো
মগজ থেকে সুসময়ের দিনগুলো
মুছে গেছে
কিছু ক্ষত মাছ চোখ রাঙায়, শাশায়, ধমকায়
সূর্যদেবও অন্য সংসারে আলো
বিলাচ্ছে সূর্যতারার মত
আমার তা দেখতে দেখতে বাকীটা
পথ হাটতে হবে
আমি হাটছি, কিন্তু আমার
কোন গন্তব্য নেই...
No comments:
Post a Comment
Please put your comment here about this post