কবি
নীরেন্দ্র নাথ চক্রবর্তী স্মরণে
বটু কৃষ্ণ
হালদার
Image Courtesy: Google Image Gallery |
বঙ্গ তনয়ার আশিস ধন্য, বীণlবাদন রত
শুভ্র কোমলের বর পুত্র,
অমলিন রোদ্দুর হয়ে ফিরে গেছে
না ফেরার দেশে,
কালজয়ী স্রষ্টা, বাংলার মহীরুহর
ছন্দ পতন
সাহিত্য সম্রাট, তুমি রেখে
গেছো একরাশ নীরবতা ও শূন্যতা।
সাহিত্য সিংহাসন শূন্য আজি এ
মহা সমারোহ,
জনকুলায়ের সহায়, সম্বল শেষ
আশ্রয় স্থল
২৫ শে ডিসেম্বর, মহাআড়ম্বর
সত্যই ফিকে হয়ে গেলো সোনালী রেখার লুকোচুরির খেলা
কলকাতার উলঙ্গ শিশুরা হারিয়ে
যেতে যেতে গায়ে মেখে নেয় সোনালীর উষ্ণ পরশ টুকু,
কনকনে ঠান্ডায় কঠিন বাস্তব
টাকে ঢেকে দিলে মখমলের রঙিন চাদর দিয়ে।
তরবারির খোঁচায় জাগিয়ে দিলে
সুপ্ত সমাজের ঘুমন্ত আগ্নেয়গিরির চিত্র।
কঠিন, নির্মম, বাস্তব বোধ
দাবানল হয়ে ফুটে উঠে ছিল ঘূণধরা সমাজের চরিত্র।
তাই তো শুধু অবোধ শিশুটি অবলীলায় বলে ওঠে, “রাজা তোর
কাপড় কোথায়?”
সত্যই, আজি এই সময়
অমল কান্তির মলিন রোদ্দুর,
আলো আঁধারের মেঘ হয়ে,
পূবের ঈশান কোন হতে বৃষ্টি হয়ে অঝরে ঝরে পড়েছে জনতার সরবরে।
এ বিচিত্র সেলুকাসের দেশে
তোমার স্বপ্নের ইচ্ছে উড়ান হয়ে ভেসে গিয়েছে নীল দিগন্ত কে ছাড়িয়ে, দূর
হতে বহু দূরে...
তুমি_ই তো
রোদ্দুর হয়ে ভেসে যেতে চেয়ে ছিলে ওই সমুদ্দুর, তেপ্রান্তর ছাড়িয়ে জীবনের উচ্চ
শিখরে অভিলাসা হয়ে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post